খালিস্তানি-বিতর্কে কড়া আইনি পদক্ষেপ রাজ্য সরকারের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR নথিভুক্ত করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্তের এই মামলার শুনানির ক্ষমতা থাকলেও বর্তমানে তিনি অনুপস্থিত। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির মাধ্যমে মামলা শুরুর অনুমতি চাওয়া হয়েছিল।
আজ ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মামলার শুনানি বিচারপতি জয় সেনগুপ্তই করবেন। প্রয়োজনে অনলাইনের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মামলার শুনানির জন্য সময় ধার্য করা হয়েছে।
সম্প্রতি সন্দেশখালি যান রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর পৌঁছানোর সামান্য় আগেই নতুন করে ১৪৪ ধারা জারি হয়। ধামাখালিতে পৌঁছাতেই তাঁকে প্রবেশে বাধা দেন পুলিশকর্মীরা। তখনই শুভেন্দু-সহ বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। কর্তব্যরত IPS অফিসার যশপ্রীত সিংয়ের সঙ্গে বচসা তুঙ্গে ওঠেI অভিযোগ, সেই সময়েই কেউ একজন পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান IPS যশপ্রীত সিং। তিনি জোর গলায় বলেন, 'আমার মাথায় পাগড়ি আছে, তাই আমি খালিস্তানি?' সংবাদমাধ্যমের ক্যামেরায় গোটি বিষয়টিই দেখা যায়। তবে ঠিক কে বা কারা তাঁকে 'খালিস্তানি' বলছেন, তা নির্দিষ্ট করা যায়নি। যদিও এক পঞ্জাবি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে IPS অফিসার দাবি করেন, 'শুভেন্দু অধিকারীই আমাকে খালিস্তানি বলেছেন।'
যদিও শুভেন্দু অধিকারী নিজে এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, 'এই ভিডিও ফেক। আমার ভয়েস ও ছবি বসানো হয়েছে।' তিনি বলেন, ''আমি সেই (শিখ) সম্প্রদায়কে আমার শ্রদ্ধা জানাই। ওঁরা যদি এটা প্রমাণ করতে পারেন যে, আমি সেই অফিসারের সামনে কিছু বলেছি, তা হলে বুঝব। ছবি এবং ভয়েস এডিট করে বসানো হয়েছে। আমার দল এবং আমি এর সঙ্গে যুক্ত নই।'
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধামাখালির বচসার একটি ভিডিও পোস্ট করেন। পুলিশ আধিকারিকের ধর্মীয় বিশ্বাস নিয়ে এভাবে প্রশ্ন তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী।