Jafikul Islam: এক সময় ভাড়ার গাড়ি চালাতেন, সেখান থেকে পুরপ্রধান, MLA, জাফিকুল কে?

রাজনীতিতে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের উত্থান খুব বেশি দিন নয়। মূলত তাঁর প্রতিষ্ঠিত কলেজের মাঠে রাজনৈতিক বিভিন্ন সভা করাকে কেন্দ্র করেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছের লোক হয়ে ওঠেন তিনি। তাঁদের হাত ধরেই তিনি রাজনীতির উঠোনে পা রাখেন এবং পুরভোটে ডোমকলের ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন।

Advertisement
এক সময় ভাড়ার গাড়ি চালাতেন, সেখান থেকে পুরপ্রধান, MLA, জাফিকুল কে?ফাইল ছবি।
হাইলাইটস
  • রাজনীতিতে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের উত্থান খুব বেশি দিন নয়।
  • মূলত তাঁর প্রতিষ্ঠিত কলেজের মাঠে রাজনৈতিক বিভিন্ন সভা করাকে কেন্দ্র করেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছের লোক হয়ে ওঠেন তিনি।

রাজনীতিতে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের উত্থান খুব বেশি দিন নয়। মূলত তাঁর প্রতিষ্ঠিত কলেজের মাঠে রাজনৈতিক বিভিন্ন সভা করাকে কেন্দ্র করেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছের লোক হয়ে ওঠেন তিনি। তাঁদের হাত ধরেই তিনি রাজনীতির উঠোনে পা রাখেন এবং পুরভোটে ডোমকলের ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন। এর পরেই সৌমিক হোসেনের বিরুদ্ধে আসে অনাস্থা। ওই অনাস্থাকে ঘিরে ডামাডোলের মধ্যে পুরপ্রধান হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর।

তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে টাকা গোনার যন্ত্র নিয়ে ঢুকেছিলেন সিবিআই আধিকারিকেরা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর মিলেছিল, মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। বেশ কিছু টাকা মিলেছে জাফিকুলের বাড়ির শৌচাগার থেকে। তদন্তকারীদের একটি অংশের সূত্রে দাবি, বিধায়কের শোওয়ার ঘরেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকেও প্রচুর টাকা মিলতে পারে বলেই দাবি সিবিআইয়ের ওই সূত্রের।

বৃহস্পতিবার সকাল থেকেই জাফিকুলের বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। বিধায়ক বর্তমানে বিধানসভার অধিবেশনের জন্য কলকাতায় রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে এই জাফিকুল ইসলাম? খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে-
জাফিকুল ইসলাম কৃষক পরিবারের সন্তান। তাঁর মা বাম আমলে আশাকর্মী হিসেবে চাকরি পেয়েছিলেন। ২০১১ সালের আগে পর্যন্ত জাফিকুল ইসলামের তেমন বিষয়-আশয় ছিল না। তিনি ছিলেন মারুতি ভ্যান চালক। সূত্রের খবর, লোন নিয়ে একটি গাড়ি কিনে তিনি চালাতেন। সেখান থেকেই তাঁর ব্যবসায়ী জীবন শুরু হয়। তারপর আচমকা জাফিকুল ওড়িশা চলে যান।

প্রাথমিকভাবে মনে করা হয়, সেইসময় থেকেই তিনি ব্যবসা বাড়ানোর চেষ্টা করেন। ২০১১ সালে ডোমকলের স্থানীয় নেতাদেরসঙ্গে সখ্য গড়ে ওঠে। এদের মধ্যে অন্যতম ছিলেন মান্নান হোসেন এবং তাঁর ছেলে এবং ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। তাঁর হাত ধরেই প্রথম রাজনীতিতে নামেন জাফিকুল। এরপর তিনি পুরভোটের টিকিট পান। এবং জেতেন। এবং তাঁর পর থেকেই রাজনীতিতে কিছুটা 'ব্যাকফুটে' চলে যান সৌমিক। 

Advertisement

সূত্রের খবর, ডোমকলে তখন প্রভাব বাড়তে থাকে। তৃণমূলের কেষ্ট-বিষ্টুদেরও নাকি তাঁর বাড়িতে আসতে দেখা যেত বলে দাবি স্থানীয় বাসিন্দারা। জাফিকুল কোটি কোটি টাকার মালিক বলে জানিয়েছেন এলাকার লোকজন। বালি সিমেন্টের ব্যবসার পাশাপাশি জাফিকুলের রয়েছে বিভিন্ন ট্রেনিং কলেজ। 

 

POST A COMMENT
Advertisement