Shootout At Jagaddal: এবার জগদ্দলে শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের

স্থানীয়রা জানিয়েছেন, গুলি ছাড়াও দুষ্কৃতীরা বোমাবাজিও করে। সবটাই ঘটেছে জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে।

Advertisement
এবার জগদ্দলে শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদেরজগদ্দলে শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
হাইলাইটস
  • অশোক সাউকে গুলি করা হয়েছে
  • তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

উত্তর ২৪ পরগনার জগদ্দলের (Jagatdal) পালঘাট রোডে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউকে (Ashoke Shaw) গুলি করা হয়। গুলিবিব্ধ তৃণমূল নেতাকে (TMC Leader) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গুলি ছাড়াও দুষ্কৃতীরা বোমাবাজিও করে। সবটাই ঘটেছে জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে।

গুলি ও বোমা চলার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। কী কারণে ওই তৃণমূল নেতার ওপরে হামলা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের একটি হোটেলে ঢুকে হোটেলের মালিককে গুলি করা হয়। মৃতের নাম অরবিন্দ ভগত। ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। দুই আততায়ীদের খোঁজে বাংলা-ঝাড়খণ্ড সীমানা-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷

গতকাল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মদিনাচকেও শুটআউট হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। জখম হয়েছেন আরও তিনজন। তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।

POST A COMMENT
Advertisement