scorecardresearch
 

মাও নেতা অর্ণব এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের PhD-র ছাত্র, বলছেন, 'রাজ্যের প্রতি কৃতজ্ঞ'

Burdwan University Arnab Dam: সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনা হল জেলবন্দী মাওবাদী(Maoist) নেতা অর্ণব দামকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন অর্ণব। সোমবার তাঁকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আনা হয়েছিল। কোর্সে এনরোল করা হয় সাজাপ্রাপ্ত মাওবাদী নেতাকে।

Advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করবেন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করবেন মাওবাদী নেতা অর্ণব দাম।
হাইলাইটস
  • সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনা হল জেলবন্দী মাওবাদী নেতা অর্ণব দামকে। 
  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন অর্ণব।
  • সোমবার তাঁকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আনা হয়েছিল। কোর্সে এনরোল করা হয় সাজাপ্রাপ্ত মাওবাদী নেতাকে।

Burdwan University Arnab Dam: সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনা হল জেলবন্দী মাওবাদী(Maoist) নেতা অর্ণব দামকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন অর্ণব। সোমবার তাঁকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আনা হয়েছিল। কোর্সে এনরোল করা হয় সাজাপ্রাপ্ত মাওবাদী নেতাকে।

২০১০ সালে ঝাড়গ্রাম জেলার সিলদহে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। এই হামলায় ২৪ জন প্রাণ হারান। এর পিছনে অন্যতম চক্রী ছিলেন অর্ণব দাম। মাওবাদী নেতা কিষাণজির কথিত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অর্ণব। ২০১২ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতের রায় অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।

মাওবাদী নেতা হলেও পড়াশোনার দিক থেকে বরাবরই মেধাবী ছাত্র ছিলেন অর্ণব। জেল-হাজতের পরেও পড়াশোনা ছাড়েননি। গত ২৬ জুন বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তার মধ্যে ইতিহাসের পিএইচডি ভর্তি পরীক্ষায় বসেন অর্ণব। আর সেই কঠিন পরীক্ষায় সমস্ত পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পান। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন তিনি।

মন্ত্রী অখিল গিরি রবিবার পিটিআইকে জানান, 'আমরা ওঁকে হুগলি থেকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করেছি। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে।'  

এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য গৌতম চন্দ্র জানান, 'আজ(সোমবার) থেকে ইতিহাসের পিএইচডির কাউন্সেলিং শুরু হয়েছে। কাউন্সেলিং সেশনের সময় অর্ণব দাম উপস্থিত ছিলেন এবং পিএইচডি-র জন্য ভর্তি হয়েছেন।'

উল্লেখ্য, এর আগে ক্লাসরুমের ভিতরে এবং ক্যাম্পাসে কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে সেই বিষয়ে  জানতে চেয়েছিলেন অন্তর্বর্তী ভিসি। সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে মেল পাঠিয়েছিলেন তিনি।

'ক্যাম্পাসে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তাই আমি মনে করি সেই সমস্যাটির সমাধান করা হয়েছে,' পিটিআইকে বলেছেন গৌতম চন্দ্র। আপাতত পিএইচডি-র জন্য অর্ণব দামকে সপ্তাহে ২-৩ দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে অন্যান্য সাবজেক্টে পিএইচডি গবেষকদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অর্ণব দামকে ভর্তি নিয়ে জটিলতার কারণে ইতিহাসের ভর্তি পিছিয়ে যায়।

জেলে বন্দী ব্যক্তিকে নথিভুক্ত করা সম্পর্কিত কিছু প্রশাসনিক সমস্যার কারণে বিলম্ব হয়। রবিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইতিহাসে পিএইচডি করার জন্য কাউন্সেলিং ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।

অর্ণব নিজে কী বলছেন? সাংবাদিকদের তিনি বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি করার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এবং রাজ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।' 

এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, 'কিছু কিছু প্রতিবেদনে বলা হচ্ছে যে মাওবাদী নেতার পিএইচডি করার জন্য প্যারোল দেওয়া হয়েছে। সেই দাবি সত্যি নয়।'

Advertisement

আরও পড়ুন

Advertisement