Jalpaiguri Case: জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ-খুনে ৩ দোষীর ফাঁসির সাজা

জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তিন দোষীকে ফাঁসির সাজার নির্দেশ দিল বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছে আদালত। ঘটনার ৫ বছর মিলল বিচার। নাবালিকার বাবা বলেছেন, 'অভিযুক্তদের সাজা হওয়ার আমরা খুশি।'

Advertisement
জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ-খুনে ৩ দোষীর ফাঁসির সাজাপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তিন দোষীকে ফাঁসির সাজার নির্দেশ।
  • ঘটনার ৫ বছর মিলল বিচার।
  • নাবালিকার বাবা বলেছেন, 'অভিযুক্তদের সাজা হওয়ার আমরা খুশি।'

জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তিন দোষীকে ফাঁসির সাজার নির্দেশ দিল বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছে আদালত। ঘটনার ৫ বছর মিলল বিচার। নাবালিকার বাবা বলেছেন, 'অভিযুক্তদের সাজা হওয়ার আমরা খুশি।'

উল্লেখ্য, ২০২০ সালে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালুবাড়ি গ্রামে নাবালিকাকে গণধর্ষণ-খুনের ঘটনা ঘটে। জানা গিয়েছিল, ২০২০ সালে ১০ আগস্ট নাবালিকা নিখোঁজ হয়। এরপর দশ দিন বাদে ২১ অগাষ্ট ধৃতদের গ্রেফতার করে আদালতে তোলা হয়। নাবালিকাকে ফোন করে ডেকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। এরপর প্রায় দশ দিন আটকে রেখে লাগাতার তিন অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করে।  প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। রাজগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ৷ এতদিন অভিযুক্তরা জেল হেফাজতে ছিল। 

সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 'ধৃতরা নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে। হোটেল-সহ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল। এরপর নদীর পাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল। ধৃতদের ফাঁসি, পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক৷ এদিন মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। এটা জেলা আদালতের বিরল ঘটনা।' 
 

অন্য দিকে, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগাস্ট ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ৮ অগাস্ট রাতে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। 

POST A COMMENT
Advertisement