Omar Abdullah: কাশ্মীরে যাওয়া নিরাপদ? কলকাতায় দাঁড়িয়ে বাঙালি পর্যটকদের কী বার্তা ওমরের

পহেলগাঁও হামলার পর প্রথমবার কলকাতায় এসে বাঙালি পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ওমর আবদুল্লা। বৃহস্পতিবার কলকাতায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, 'কাশ্মীর এখন আর ফাঁকা নয়। আমরা সবরকম সুরক্ষা দেব।' পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে পর্যটকদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, তা কাটিয়ে ফের যাতে পর্যটকরা উপত্যকায় ভিড় জমান, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন ওমর। 

Advertisement
কাশ্মীরে যাওয়া নিরাপদ? কলকাতায় দাঁড়িয়ে বাঙালি পর্যটকদের কী বার্তা ওমরেরকাশ্মীরে পর্যটকদের আমন্ত্রণ জানালেন ওমর আবদুল্লা।
হাইলাইটস
  • পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ওমর আবদুল্লা।
  • জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, 'কাশ্মীর এখন আর ফাঁকা নয়।'
  • ওমরের কথায়, 'জম্মু ও কাশ্মীরে আবারও পর্যটকরা যেতে শুরু করেছেন'

পহেলগাঁও হামলার পর প্রথমবার কলকাতায় এসে বাঙালি পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ওমর আবদুল্লা। বৃহস্পতিবার কলকাতায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, 'কাশ্মীর এখন আর ফাঁকা নয়। আমরা সবরকম সুরক্ষা দেব।' পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে পর্যটকদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, তা কাটিয়ে ফের যাতে পর্যটকরা উপত্যকায় ভিড় জমান, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন ওমর। 

কী বলেছেন ওমর আবদুল্লা?


 জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি বুঝতে পেরেছি, মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। কিন্তু এবার অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ গিয়েছেন। তাঁরা ফিরে এসে বলুন, তাঁরা কি নিজেকে সুরক্ষিত ভাবেননি?'

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই হামলার পর কাশ্মীরের পর্যটনশিল্প বিরাট ধাক্কা খেয়েছে। রাতারাতি কাশ্মীরের চেহারা বদলে গিয়েছে। এই প্রসঙ্গে ওমর বলেছেন, 'ফুল হোটেল থেকে খালি হোটেল দেখেছি , ভর্তি ডাল লেক থেকে খালি ডাল লেক দেখেছি। পহেলগাঁও হামলার আগে ৫০টি বিমান ওঠানামা করত। হামলার পর সেই সংখ্যা ১৫তে নেমে গিয়েছিল। এখন সেই সংখ্যাটা ২০-২৫।কলকাতা থেকেও সরাসরি উড়ান পরিষেবা ফের শুরু হয়েছে।' এরপরেই ওমর বলেছেন, 'জম্মু ও কাশ্মীর এখন ফাঁকা নয়। আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।'জঙ্গিদের চিহ্নিত করে গ্রেফতার করা প্রথম কাজ বলে তিনি জানিয়েছেন। 

ওমরের কথায়, 'জম্মু ও কাশ্মীরে আবারও পর্যটকরা যেতে শুরু করেছেন। আমি এসেছি পর্যটনের প্রসার ঘটাতে।' জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পহেলগাঁওয়ে যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে কিছু কিছু জায়গা নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত।
 

Advertisement

POST A COMMENT
Advertisement