Janmashtami Special Train: শিয়ালদা লাইনে জন্মাষ্টমীতে স্পেশাল লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জন্মাষ্টমী তিথিতে লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিবস পালিত হয়। সেই উপলক্ষ্যে সোম ও মঙ্গলবার কচুয়া ধামে অসংখ্য ভক্ত সমাগম হয়। আর সেই কথা মাথায় রেখেই স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। তবে এই দুইদিন মেট্রো কম চলবে শহরে।  

Advertisement
শিয়ালদা লাইনে জন্মাষ্টমীতে স্পেশাল লোকাল ট্রেন, জানুন সময়সূচি মুম্বাই লোকাল ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে এবং ভারী বৃষ্টির মধ্যে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে; পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে

জন্মাষ্টমী তিথিতে লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিবস পালিত হয়। সেই উপলক্ষ্যে সোম ও মঙ্গলবার কচুয়া ধামে অসংখ্য ভক্ত সমাগম হয়। আর সেই কথা মাথায় রেখেই স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। তবে এই দুইদিন মেট্রো কম চলবে শহরে।  

কবে কোথা থেকে ছাড়বে ট্রেন?
কাল ও পরশু এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর কথা পূর্ব রেল ঘোষণা করেছে। বারাসত থেকে হাসনাবাদ অবধি থাকবে এই লোকাল ট্রেন পরিষেবা। আপ ও ডাউন উভয় দিকেই পাওয়া যাবে এই ট্রেন। বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ধর্মপ্রাণ মানুষ এই দু’দিন ট্রেনপথে লোকনাথ দর্শনে যাবেন। সেই কারণেই এই পদক্ষেপ নিল রেল। 

কী ভাবে কচুয়া যাবেন?
বারাসাত-হাসনাবাদ সেকশনের কাঁকড়া মির্জানগর হল্ট স্টেশনে নেমে কচুয়া পৌঁছতে হয়। স্বভাবতই কাল ও পরশু এই হল্ট স্টেশনের উপর যাত্রীদের বাড়তি চাপ থাকবে। তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই দু’দিন স্পেশাল জোড়া ট্রেন পরিষেবা দেওয়া হবে। 

কোন সময় পাওয়া যাবে এই ট্রেন? 
স্পেশাল ট্রেনটি বারাসত থেকে বেলা সওয়া ১২টায় যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। দুপুর ১টা ৩৮ মিনিটে পৌঁছবে হাসনাবাদ। ফিরতি রুটে দুপুর ২ টো ২৫ মিনিটে হাসনাবাদ স্টেশন থেকে ছাড়বে। পৌনে চারটে নাগাদ বারাসত স্টেশনে যাত্রী নিয়ে পৌঁছবে স্পেশাল লোকালটি। যাত্রাপথে ফ্ল্যাগ ও হল্ট সহ সমস্ত স্টেশনে দাঁড়াবে।

মেট্রো কম চলবে বিভিন্ন লাইনে
'ব্লু লাইন'-এ সোমবার ২৮৮টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলবে। এ দিন দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ। একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়তে চলেছে। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। এই লাইনে প্রথম এবং শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন আনা হয়নি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement