TMC Won Jhalda Municipality: ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের, দখল নিল তৃণমূল

TMC Won Jhalda Municipality: চলতি বছরের গোড়াতেই হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ফের কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। বুধবার রাতে পাঁচজন পুরপ্রতিনিধি তৃণমূলে যোগ দেন। আর তাতেই ফের বদলে গেল ঝালদা পুরসভার সমীকরণ।

Advertisement
ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের, দখল নিল তৃণমূলচলতি বছরের গোড়াতেই হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ফের কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল।
হাইলাইটস
  • চলতি বছরের গোড়াতেই হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ফের কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল।
  • বুধবার রাতে পাঁচজন পুরপ্রতিনিধি তৃণমূলে যোগ দেন।
  • আর তাতেই ফের বদলে গেল ঝালদা পুরসভার সমীকরণ।

TMC Won Jhalda Municipality: ফের বদলে গেল ঝালদা পুরসভার সমীকরণ। চলতি বছরের গোড়াতেই হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ফের কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। বুধবার রাতে পাঁচজন পুরপ্রতিনিধি তৃণমূলে যোগ দেন। এই পাঁচজন পুরপ্রতিনিধির মধ্যে রয়েছেন নির্দল পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়, কংগ্রেসের বিজয় কান্দু, মিঠুন কান্দু (যিনি নিহত প্রাক্তন কাউন্সিলর তপন কান্দুর ভাইপো), সোমনাথ কর্মকার এবং পিন্টু চন্দ্র। এই পাঁচ পুরপ্রতিনিধির হাতে দলের পতাকা তুলে দেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো।

গত পুরভোটে ঝালদা পৌরসভার ১২টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসন জিতেছিল। আর বাকি ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিলেন। বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। পুরবোর্ড গঠনের দিন তৃণমূলের ৫ কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসাবে জেতা দুই কাউন্সিলর। তাঁরাও এদিন শাসকদলের প্রার্থী সুরেশ আগরওয়ালকেই সমর্থন করেন। 

অনাস্থা ভোটের পর দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে তৃণমূলের হাত থেকে ঝালদা পুরসভার আসনের অধিকার পায় কংগ্রেস। মামলা কলকাতা হাই কোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে গড়ায়। তবুও শেষে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশেই পুরপ্রধানের দায়িত্ব পান নির্দল শীলা চট্টোপাধ্যায়। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নিয়েছিল কংগ্রেস। তারপর থেকেই উন্নয়নের জন্য প্রাপ্য অর্থ বন্ধ রাখার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদের বিরুদ্ধে। আজ সেই নির্দল পুরপ্রধানই আরও চার পুরপ্রতিনিধির সঙ্গে শাসকদলে যোগ দিয়েছেন। শীলা চট্টোপাধ্যায় সহ পাঁচ পুরপ্রতিনিধিকে দলে টেনে ঝালদা পুরসভা ফের দখল করল তৃণমূল।

সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে উন্নয়নের টাকা আটকে রাখার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা। তবে ওই পুরসভার কংগ্রেস কাউন্সিলররাই দল বদল করায় ঝালদা পুরসভা হাতছাড়া হল হাত শিবিরের।

POST A COMMENT
Advertisement