Junior Doctors' Hunger Strike: ২৪ ঘণ্টার ডেডলাইন পার, অনশনে জুনিয়র ডাক্তাররা, নেই আরজি করের কেউ

Junior Doctors' Hunger Strike: অনশনে বসার ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের মধ্যে ৬ জন অনশনে বসবেন বলে জানিয়ে দিয়েছেন। স্বচ্ছতা বজায় রাখার জন্য, সিসিটিভি-ও বসানো হবে বলে জানালেন তারা। এর আগে সরকারকে ১০ দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময়েই তাঁরা অনশনে বসবেন বলে জানিয়েছিলেন। 

Advertisement
২৪ ঘণ্টার ডেডলাইন পার, অনশনে জুনিয়র ডাক্তাররা, নেই আরজি করের কেউআমরণ অনশনে ৬ জুনিয়র ডাক্তার।

Junior Doctors' Hunger Strike: অনশনে বসার ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের মধ্যে ৬ জন অনশনে বসবেন বলে জানিয়ে দিয়েছেন। স্বচ্ছতা বজায় রাখার জন্য, সিসিটিভি-ও বসানো হবে বলে জানালেন তারা। এর আগে সরকারকে ১০ দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময়েই তাঁরা অনশনে বসবেন বলে জানিয়েছিলেন। 

বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

অনশনের বিষয়ে স্বচ্ছতা রাখতে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের কথায়, এই ক্যামেরার মাধ্যমে অনশন মঞ্চে কী ঘটছে তা সকলে দেখতে পাবেন। এর ফলে আন্দোলনের স্বচ্ছতা বজায় থাকবে। সেই কারণেই এই সিদ্বান্ত। 

৬ জুনিয়র ডাক্তার অনশনে বসছেন

এদিন তাঁদের দেওয়া সময়সীমা শেষ হতেই সাংবাদিক বৈঠক শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সেখানে তাঁরা বলেন, 'নির্যাতিতার ন্যায়বিচার এখনও অধরা'। 

সেই সঙ্গে তাঁরা বলেন, 'সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই।'

যে ডাক্তাররা অনশনে বসছেন, তাঁদের মধ্যে কেউ আরজি করের নন

ডা: স্নিগ্ধা হাজরা, মেডিক্যাল কলেজ কলকাতা
ডা: তনয়া পাঁজা, মেডিকেল কলেজ কলকাতা
ডা: সায়ন্তনী ঘোষ হাজরা, কেপিসি
ডা: পুলস্ত্য আচার্য, এনআরএস
ডা: অনুস্টুপ মুখোপাধ্যায়, মেডিকেল কলেজ কলকাতা
ডা: অর্নব মুখোপাধ্যায়, এসএসকেএম

জয়নগরের ঘটনা নিয়ে যা বললেন জুনিয়র ডাক্তাররা

জয়নগরের ঘটনায়  জুনিয়র ডাক্তারেরা বলেন, 'জয়নগরের ঘটনাই পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার, রোগীদের সুরক্ষার মতো দাবি নিয়ে আমরা এগিয়েছি। কিন্তু নিরাপত্তা এখনও অধরা।'

POST A COMMENT
Advertisement