অবস্থান তুললেন জুনিয়র ডাক্তাররা।শনিবার রাত থেকে ধর্না অবস্থান চালানোর পর মঙ্গলবার রাতে ইতিবাচক ইঙ্গিত পেয়ে নিজেদের ধর্না প্রত্যাহার করে নিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। শীতের রাতে ম্যাট্রেস বিছিয়ে কম্বল জড়িয়ে ধর্না চালাচ্ছিলেন মেডিকেল কলেজ চত্বরে। মঙ্গলবার রাতে সব গুটিয়ে নিলেন তারা। জানালেন, ইতিবাচক ইঙ্গিত পেয়েছি, তাই প্রত্যাহার করা হল। কর্মবিরতিও তুলে নেওয়া হল।
৮ জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসা বিভ্রাটে এক প্রসূতির মৃত্যু হয়। আশঙ্কাজনক ৩, মারা গিয়েছে আরও এক সদ্যোজাত। ঘটনায় ৭ জুনিয়র চিকিৎসক-সহ সিনিয়র মিলিয়ে মোট ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ছাড়াও সিআইডি তদন্ত শুরু হয়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ১৩ জনকে সাসপেন্ড করা হয়েছিল।
তখনই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁরা কোনওভাবেই দোষী নন। তাই তাঁদের উপর থেকে যতক্ষণ না সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে তাঁরা ধর্না অবস্থান চালিয়ে যাবেন। এই ইস্যুতে কর্মবিরতি পর্যন্ত করার চেষ্টা করা হলে জুনিয়র ডাক্তারদের মধ্যে বিভাজন ঘটে। বেশিরভাগ জুনিয়র ডাক্তার কর্মবিরতির বিরুদ্ধে যান। তবে কিছু জুনিয়র চিকিৎসক কর্মবিরতি করেন। সেই সঙ্গে সাসপেনশন প্রত্যাহারের দাবি করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়েছিলেন তাঁরা।
মঙ্গলবার রাতেই সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিলেন, 'সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হবে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। তবে এখনও প্রত্যাহার হয়নি। আমরা সেদিকে নজর রাখছি। তবে আমরা ধর্না প্রত্যাহার করে নিচ্ছি এবং যে আংশিক কর্মবিরতি করছিলাম তাও প্রত্যাহার করলাম।'
সংবাদদাতাঃ শাহজাহান আলি