scorecardresearch
 

Justice Abhijit Ganguly: নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ, কী বললেন অভিষেক?

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই এবং ইডি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক।

Advertisement
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • নিয়োগ দুর্নাতি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নতুন কোনও বিচারপতি নিয়োগ করবেন

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর নির্দেশ। আজ এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহারে দলীয় কর্মসূচির ফাঁকে তিনি বলেন 'আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। যদিও বিচারাধীন মামলা, তাই এই নিয়ে আর কোনও মন্তব্য করব না। মানুষ ন্যায্য বিচার পাবে বলেই মনে করি।'

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই এবং ইডি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সেই মামলার শুনানিতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউয়ের প্রসঙ্গ ওঠে।

আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay : নিয়োগ দুর্নীতির মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছিল, আদালতের বিচারপতিরা কোনওভাবেই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন। সে ক্ষেত্রে নতুন কোনও বিচারপতিকে দায়িত্ব দিতে হবে। এছাড়াও, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া ইন্টারভিউয়ের সত্যাসত্য ও ইংরেজি অনুবাদ জমা দিতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আজ সেই ইন্টারভিউয়ের অনুবাদ জমা পড়ে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির বেঞ্চে। সেই অনুবাদের কপি থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানান, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়োগ মামলার শুনানি থেকে সরাতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নতুন কোনও বিচারপতি নিয়োগ করবেন।

Advertisement

Advertisement