Weather Today Bengal: সন্ধ্যা হলেই ঝড়-বৃষ্টি, কতদিন চলবে? যা জানাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। এমনই ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকেই শুরু হতে পারে এই আবহাওয়া পরিবর্তন।

Advertisement
সন্ধ্যা হলেই ঝড়-বৃষ্টি, কতদিন চলবে? যা জানাল হাওয়া অফিসআবহাওয়ার খবর
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হল।
  • গ্রীষ্মের ঝড়বৃষ্টি কালবৈশাখী নামেই পরিচিত।
  • উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। এমনই ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকেই শুরু হতে পারে এই আবহাওয়া পরিবর্তন। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে শুরু হয়ে আগামী ৮ মে পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই এই সময়ে ঝড়বৃষ্টির কবলে পড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।

কোথায় কেমন পরিস্থিতি হতে পারে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সেই বেগ পৌঁছাতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। এই সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও একইরকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দমকা হাওয়া বইবে বিভিন্ন জেলায়।

বৃষ্টিপাত কত দিন চলবে?
আজ থেকে শুরু হওয়া এই ঝড়বৃষ্টির পরিস্থিতি চলবে ৮ মে পর্যন্ত। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই কয়েকদিন ধরে কখনও ভারী, কখনও হালকা বৃষ্টির দেখা মিলবে। একইসঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে।

এই কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষত খোলা জায়গায় বা খোলা ছাদে না থাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

তাপমাত্রা কী একইরকম থাকবে?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের গাঙ্গেয় জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রায় কোনও বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একই থাকবে বলে জানানো হয়েছে।

অর্থাৎ, গরমের তীব্রতা খুব একটা কমবে না। তবে ঝড়বৃষ্টির কারণে হালকা স্বস্তি মিলতে পারে দিনের কোনও কোনও সময়ে।

POST A COMMENT
Advertisement