scorecardresearch
 

Kaliyaganj Case: কালিয়াগঞ্জে এবার যুবকের গুলিবিদ্ধ দেহ, 'আমাদের কর্মী,' দাবি BJP-র

ফের নতুন করে উত্তপ্ত কালিয়াগঞ্জ। মিলল এক যুবকের গুলিবিদ্ধ দেহ। বিজেপি এবং মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ গুলি করে মেরেছে ওই যুবককে। কালিয়াগঞ্জের বিক্ষোভকাণ্ডে বিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুবর্মণকে গ্রেফতার করতে যায় পুলিশ। তাঁকে না পেয়ে তাঁর বাবা ও সদ্য বিবাহিতা মেয়ে এবং জামাইকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। তাতেই বাধা দেন বিষ্ণবর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণ। তখনই পুলিশ বাধা পেয়ে গুলি করে। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মণ (৩৩)।

Advertisement
প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
হাইলাইটস
  • ফের নতুন করে উত্তপ্ত কালিয়াগঞ্জ।
  • মিলল এক যুবকের গুলিবিদ্ধ দেহ।

ফের নতুন করে উত্তপ্ত কালিয়াগঞ্জ। মিলল এক যুবকের গুলিবিদ্ধ দেহ। বিজেপি এবং মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ গুলি করে মেরেছে ওই যুবককে। কালিয়াগঞ্জের বিক্ষোভকাণ্ডে বিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুবর্মণকে গ্রেফতার করতে যায় পুলিশ। তাঁকে না পেয়ে তাঁর বাবা ও সদ্য বিবাহিতা মেয়ে এবং জামাইকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। তাতেই বাধা দেন বিষ্ণবর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণ। তখনই পুলিশ বাধা পেয়ে গুলি করে। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মণ (৩৩)।

ঘটনার পর সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা টুইটে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাস্থল কালিয়াগঞ্জের রাধিকাপুর সংলগ্ন চাঁদকা গ্রাম। অভিযোগ, সেই এলাকায় গতকাল রাত্রে পুলিশ পৌঁছয়। এর আগে কালিয়াগঞ্জে উত্তেজনার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারের চেষ্টা করা হয় বেশ কয়েকজনকে। তাকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের মধ্যে বচসা বাধে। সেই সময় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। বর্তমানে থমথমে গোটা এলাকা। পুলিশের বিশাল বাহিনী পৌঁছছে এলাকাস্থলে।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “দাড়িভিটে পুলিশ গুলি চালায়। ঠিক একই ঘটনা। দুষ্কৃতীরা যখন অন্যায় করে পুলিশ তাদের গ্রেফতার করে না। এই ঘটনার পর জনরোষ আরও বাড়ল।”

Advertisement

বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর দাবি, ওই যুবক সক্রিয় বিজেপি কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশেই পুলিশ বিজেপি কর্মীদের হত্যা করছে। 

আরও পড়ুন-Mamata Banerjee Kaliyaganj Case:কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 

TAGS:
Advertisement