Karmasathi Scheme: কর্মসাথী প্রকল্পে বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার, কী শর্তে কীভাবে পাবেন?

Karmasathi Scheme For Unemployed Youth: রাজ্যের সব বেকারদের কাজ দিতে উদ্যোগী সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কর্মসাথী প্রকল্প'। এই প্রকল্পে যুবক বেকাররা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন। তবে এটি শুধুমাত্র তাদের জন্য যাদের চাকরি বা কর্মসংস্থান হয়নি।

Advertisement
কর্মসাথী প্রকল্পে বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার, কী শর্তে কীভাবে পাবেন?ফাইল ছবি
হাইলাইটস
  • 'কর্মসাথী প্রকল্প', এই প্রকল্পে যুবক বেকাররা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন
  • তবে এটি শুধুমাত্র তাদের জন্য যাদের চাকরি বা কর্মসংস্থান হয়নি
  • কর্মসাথী প্রকল্পে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে

Karmasathi Scheme For Unemployed Youth: রাজ্যের সব বেকারদের কাজ দিতে উদ্যোগী সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কর্মসাথী প্রকল্প' (Karmasathi Scheme), এই প্রকল্পে যুবক বেকাররা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন। তবে এটি শুধুমাত্র তাদের জন্য যাদের চাকরি বা কর্মসংস্থান হয়নি। এই প্রকল্পে সহজ কিছু শর্তে ঋণ দেবে রাজ্য সরকার রাজ্যের প্রায় ১ লক্ষ যুবক এই প্রকল্পে আবেদন করে স্বনির্ভর হওয়ার সুবিধা নিতে পারেন। কর্মসাথী প্রকল্পে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে।

কর্মসাথী প্রকল্পে আবেদনকারীর যোগ্যতা

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যিনি ঋণ নেবেন তাঁকে রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। 
  • আবেদনকারীকে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।
  • ঠিকানার প্রমাণ এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে।

কর্মসাথী প্রকল্পে কীভাবে আবেদন?

  • রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • হোম পেজে গিয়ে ‘স্কিম’-এর ওপর ক্লিক করুন।
  • Karma Sathi prakalpa scheme খুললে তাতে একটি ফর্ম আসবে।
  • ফর্মটি নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করুন।
  • সব নথি আপলোড করে সাবমিট করুন।
  • নিজের মোবাইল ফোন বা স্থানীয় সাইবার ক্যাফেতে গিয়ে একাজ করতে পারেন।

কর্মসাথী প্রকল্পের সুবিধা হল এই অর্থ দিয়ে নিজের ব্যবসা বা অফিস খুলতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সহায়তাও মিলবে।
 

POST A COMMENT
Advertisement