scorecardresearch
 

Karnataka Election Result 2023: 'সাগরদিঘি অক্সিজেনের' পর কর্ণাটকেও জয়, বাংলায় ঢাক পিটিয়ে সেলিব্রেশন কংগ্রেসের

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ধারায় এগিয়ে রয়েছে কংগ্রেস । এমন পরিস্থিতিতে দল তার সমস্ত বিধায়ককে আজ বেঙ্গালুরু পৌঁছতে বলেছে। সূত্র এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে যে বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।

Advertisement
কর্ণাটক জয়ে বাংলাতেও ঢাক পিটিয়ে জয়ের উৎসব কংগ্রেসকর্মীদের কর্ণাটক জয়ে বাংলাতেও ঢাক পিটিয়ে জয়ের উৎসব কংগ্রেসকর্মীদের


কর্ণাটকের প্রধান বিরোধী দল কংগ্রেস, আজ প্রকাশিত গণনা প্রবণতা অনুসারে রাজ্যে নিজেরাই সরকার গঠনের জন্য ১০০ ছাড়িয়ে ম্যাজিক নাম্বারের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। একই সঙ্গে বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইও পরাজয় মেনে নিয়েছেন। পরাজয় স্বীকার করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোমাই বলেছেন, "আমরা গন্তব্যে পৌঁছতে পারিনি..." কর্ণাটকের মুখ্যমন্ত্রী আরও বলেন, "সমস্ত ফলাফল বের হওয়ার পরে, আমরা একটি বিশদ বিশ্লেষণ করব এবং একটি জাতীয় রাজনৈতিক দল হিসাবে, আমরা বিভিন্ন স্তরে  আমরা আমাদের ত্রুটিগুলি দেখব, সেগুলিকে উন্নত করব এবং এটি পুনর্গঠন করব এবং লোকসভা নির্বাচনে ফিরে আসব।"

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ধারায় এগিয়ে রয়েছে কংগ্রেস । এমন পরিস্থিতিতে দল তার সমস্ত বিধায়ককে আজ বেঙ্গালুরু পৌঁছতে বলেছে। সূত্র এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে যে বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।

প্রসঙ্গত মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি হওয়ার পর হিমাচলপ্রদেশে বিজেপিকে হারান দলের কাছে বড় সাফল্য ছিল। এবার খাড়গের নিজের রাজ্য কর্ণাটকেও বিজেপিকে পর্যদুস্ত করে সরকার গড়ছে কংগ্রেস। ২২৪ টি আসন সমন্বিত কর্নাটক বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার জন্য কোনও রাজনৈতিক দলকে ১১৩ টি আসনে জয় পেতে হবে। এই মুহূর্তে ২২৪ টি আসনের মধ্যে ১৩৫ টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। রাজনৈতিক কারবারিদের অনুমান, কর্নাটকে কংগ্রেসের সরকার গঠন আর মাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে জয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর কংগ্রেসের এই জয়ের পিছনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও তাঁর ‘ভারত জোড়া যাত্রাকেই’ কৃতিত্ব দিয়েছে দল।

প্রসঙ্গত, গণনার ট্রেন্ড বলছে গত ৩৮ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াই জিইয়ে রইল এই দক্ষিণী রাজ্যে। এই ট্রেন্ড বজায় রেখে বিজেপির জয়রথ থামিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের এই জয়ের পিছনে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-কেই কৃতিত্ব দিয়েছে কংগ্রেসের নেতারা। কর্ণাটকে দলের সাফল্যে উৎসাহী এরাজ্যের কংগ্রেস কর্মীরাও। শিলিগুড়ির রাস্তায় ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়েছে কংগ্রেস সমর্থকরা। আবির মেখে ঢাক পিটিয়ে চলছে জয়ের পূর্বের উৎসব।

Advertisement

 

চলতি বছর ফেব্রুয়ারিতে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় পায় কংগ্রেস। রাজ্য রাজনীতিতে এই ঘটনা সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসকে কিছুটা হলেও অক্সিজেন জোগায়। এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় রথা আটকানো এরাজ্যের কংগ্রেস কর্মীদের উৎসাহিত করবে বলাইবাহুল্য। ২০২৪ সালের লোকসভা ও তার আগে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে নতুন উদ্যোমে এগোবে বাংলার হাত শিবির। বিশেষ করে মুর্শিদাবাদ , মালদা ও উত্তর দিনাজপুরে নতুন করে ঝাঁপানোর রসদ দেবে কংগ্রেসকর্মীদের।

Advertisement