ধান তোলা শুরু হয়েছে। এবার বিক্রির পালা। কৃষকরা যাতে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন তার জন্য কিষাণ মান্ডি চালু করেছে রাজ্য সরকার। ১ নভেম্বর থেকে ধান কেনা শুরু হয়েছে। এখানেই চাষিরা তাঁদের জমিতে উৎপাদিত ধান সরকারি দামে বিক্রি করতে পারবেন।
রাজ্য সরকার জানিয়েছে, ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ধান কেনার কাজ চলবে। কিষাণ মান্ডি বা অন্য কেন্দ্রে ধান বিক্রি করলে কৃষকরা প্রতি কুইন্টাল ধান ২ হাজার ২০৩ টাকা (পরিবহণ খরচ-সহ) সরকারি সহায়ক দাম পাবেন। ধান বিক্রির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ধান বিক্রির তিনদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন কৃষকরা। মনে রাখা দরকার যে একজন কৃষক মোট ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন।
কীভাবে ধান বিক্রি
কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত কৃষকরা সরসারি ধান বিক্রি করতে পারবেন। তাঁদের কিছু করার দরকার নেই। শুধু ধান কেনার পোর্টালে গিয়ে ডেট বুকিং করতে হবে। আর যারা এখনও কৃষকবন্ধু পোর্টালে নাম তোলেননি তাঁদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিয়ে ধান বিক্রি করতে হবে।
কীভাবে ধান বিক্রির জন্য ডেট বুকিং করবেন?
একজন চাষী যদি কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত থাকেন, তবে সহজেই ধান বিক্রয়ের জন্য ধান ক্রয় পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। ধাপে ধাপে কিভাবে রেজিস্ট্রেশন বা ধান বিক্রির দিন ঠিক করবেন তা বিশদে জানতে https://epaddy.wb.gov.in/পোর্টাল দেখুন।