কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ক্রমেই প্রতিবাদের ঝাঁজ বাড়ছে রাজ্যেজুড়ে। রোজই প্রতিবাদ কর্মসূচি চলছে। এই আবহে বুধবার রাতে আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, আজ ফের রাত দখলেরও ডাক দেওয়া হয়েছে।
কখন আলো নিভিয়ে প্রতিবাদ?
জুনিয়র ডাক্তারদের তরফে আহ্বান জানানো হয়েছে যে, বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি করা হোক। আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
আজ ফের রাত দখলের ডাক
অন্য দিকে, আজও ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানা গিয়েছে, কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল করে জমায়েত-রাতদখলের ডাক দিয়েছে দ্য পিপলস ফোরাম। এছাড়াও শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখলের কর্মসূচি করা হবে বলে জানানো হয়েছে। পোস্টটি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আরজি করকাণ্ডে বিচারের দাবিতে প্রাক স্বাধীনতার রাতে গত ১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচি করা হয়েছিল। বেনজির ছবি ধরা পড়েছিল শহর কলকাতায়। শুধু কলকাতা নয়, রাজ্য, তথা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ছবি ধরা পড়েছিল। তারপরেও দফায় দফায় প্রতিবাদ-বিক্ষোভ চলছে। মঙ্গলবার উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিচারের দাবিতে পথে নেমেছেন খ্যাতনামীরাও।
অন্য দিকে, এখনও কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় তাঁরা। সোমবার বিকেলের পর প্রায় ২২ ঘণ্টা ধরে তাঁরা লালবাজারের অদূরে অবস্থানে বসেছিলেন। শেষে জুনিয়র চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি কলকাতার নগরপালের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগের দাবিতে তাঁকেই স্মারকলিপি দেন। নিয়ে যাওয়া হয় প্রতীকী মেরুদণ্ড। তারপরে তাঁরা লালবাজারের কাছে অবস্থান তোলেন।
বৃহস্পতিবার আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে আজও প্রতিবাদ কর্মসূচি করা হবে।