Rain Forecast in West Bengal: ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে? আবহাওয়ার আপডেট

রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

Advertisement
৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে? আবহাওয়ার আপডেটভারী বৃষ্টির পূর্বাভাস জারি।
হাইলাইটস
  • রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টি চলবে।
  • কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৪ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কোন জেলায়? 

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ১৪ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পঙের কোথাও কোথাও ধস নামতে পারে। 

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।


কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির কাছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৭৬ শতাংশ।

POST A COMMENT
Advertisement