বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশও আংশিক মেঘলা। মাঝেমধ্যে রোদের দেখা পাওয়া গেলেও সেভাবে তাপ নেই। একধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। অন্য দিকে, বৃষ্টি থামলেই ফের গরম পড়তে পারে।
কালবৈশাখীর পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি এবং হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি।
অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি।
কেমন থাকবে তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে কলকাতা-সহ রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
ফের গরম বাড়বে
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি থামলেই ফের পারদ চড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। তবে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির কাছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৬.২ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৬৪ শতাংশ।