এখনও জলমগ্ন কলকাতার অনেক রাস্তা।-ফাইল ছবিসোমবার রাতভর মুষলধারে বৃষ্টি কলকাতাকে বিপর্যস্ত করেছে। শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির পরও শহরবাসীর ভোগান্তি কমেনি, কারণ এখনও দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, গড়িয়াহাট, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট-সহ অনেক জায়গায় জল জমে আছে।
আলিপুর আবহাওয়া দফতর স্পেশাল বুলেটিনে জানিয়েছে, বুধবারও দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার উপর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৭০–১১০ মিমি পর্যন্ত হতে পারে। এ সময় কলকাতায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
উত্তর ওড়িশা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায় গতকাল থেকে নিম্নচাপ সক্রিয়। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উচ্চতায় বিস্তৃত। এবং ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে আসছে। আগামী ১২ ঘন্টার মধ্যে যা একটু দুর্বল হয়ে পড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য মায়ানমার ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতি-শুক্রবার দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপে পরিণত হতে পারে। এবং শনিবার তা উপকূল পেরিয়ে যেতে পারে।
এর প্রভাব হিসেবে শনিবার, পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে।