নভেম্বরের শেষ লগ্নে শীতের আমেজ মালুম হল কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায়। মঙ্গলবার ভোরে কোনও কোনও এলাকায় কুয়াশার দাপট রয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। মঙ্গলবার ভোরেও ঠান্ডার শিরশিরানি ভাব রয়েছে। যদিও বেলা গড়ালে শীত ভাব থাকছে না। মূলত ভোর এবং রাতের দিকেই ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এরকমই থাকবে তাপমাত্রা। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ।
কোন কোন জেলায় কুয়াশা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা, পুরুলিয়ায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুরেও কুয়াশা থাকতে পারে।