scorecardresearch
 

'২০৩৬-এর পর বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক,' কুণালের পোস্টে বিতর্ক

কুণাল ঘোষ লেখেন, "এই বিপুল জয়কে, মানুষের আস্থা ও আমাদের মত সাধারণ সৈনিকদের মানসিক তৃপ্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে।"

Advertisement
কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কুণাল ঘোষের পোস্ট গিরে বিতর্ক
  • '২০৩৬-এ মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'
  • ফেসবুকে দাবি তৃণমূল নেতার

"২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক", দলের তৃতীয়বার বাংলা জয়ের প্রথম বর্ষপূর্তিতে ফেসবুক পোস্টে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় জ্যওতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির সৃষ্টি করবেন বলেও দাবি করেন কুণাল ঘোষ। যদিও কুণালের এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্নমহলে।

পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, "তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের সরকারের জয়ের প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা। এক, মনে রাখুন, বিজেপির শীর্ষনেতাদের ডেইলি প্যাসেঞ্জারি, সব নখ দাঁত বার করা আক্রমণ, চার আনার বিজেপি কর্মীদের বারো আনা ঔদ্ধত্য, অসভ্যতাকে হারিয়ে জয়। দুই, মনে রাখুন, সিপিএম, কংগ্রেসকে শূন্যে নামিয়ে দিয়ে জয়। তিন, মনে রাখুন, কিছু সুবিধেবাদীর হঠাৎ তৃণমূল ছাড়ার বিশ্বাসঘাতকতা ও হুজুগের বিরুদ্ধে জয়। চার, মনে রাখুন, দিদির নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কর্মীদের জেদের আর আনুগত্যের লড়াইতে জয়। পাঁচ, মনে রাখুন, একদিকে সরকারের কাজ এবং সঙ্গে সাংগঠনিক এক দক্ষ পরিচালন পদ্ধতির মধ্যে দিয়ে জয়।" 

কুণাল ঘোষ আরও লেখেন, "এই বিপুল জয়কে, মানুষের আস্থা ও আমাদের মত সাধারণ সৈনিকদের মানসিক তৃপ্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে।"

পোস্টে এক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ক্যাপ্টেন' বলেও আখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "মাথার উপর দিদি, লিডার, দলের প্রাণ, মুখ, শেষ কথা। রয়েছেন তরুণতুর্কী, ক্যাপ্টেন অভিষেক।" আর কিছুটা পরেই অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রসঙ্গ এনেছেন তিনি।

আরও পড়ুনঅ্যালোভেরা ব্যবহার করেন? এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি থেকে সাবধান

 

Advertisement
Advertisement