একটিও আসন পেল না তৃণমূল, হাইমাদ্রাসা ভোটে অভূতপূর্ব ফলাফল বামেদের

গত কয়েক মাস আগে হয়ে যাওয়া পুরভোটে বাঁশবেড়িয়ায় পরাজিত হয়েছিল বামেরা। ২২টির মধ্যে ২১টি আসনই গিয়েছিল তৃণমূলের দখলে। তবে এবার হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে বামেদের জয়জয়কার। ইদ মহম্মদ হাই মাদ্রাসার পরিচলান সমিতির ভোটে মোট ৬টি আসনের সবকটি আসনেই জয়ী 'লাল ঝান্ডা'। মোট ১,৩০৮ জন ভোটারের মধ্যে ৬৭৭ জন ভোট দেন। ফলাফলে দেখা যায় প্রতিটি আসনেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। 

Advertisement
একটিও আসন পেল না তৃণমূল, হাইমাদ্রাসা ভোটে অভূতপূর্ব ফলাফল বামেদেরবামেদের কাছে হার তৃণমূলের
হাইলাইটস
  • বাঁশবেড়িয়ায় বামেদের জয়
  • পরাজিত রাজ্যের শাসকদল
  • ফলাফল ৬-০

রাজ্যের বিধানসভা বাম শূন্য। গত পৌরভোটেও শুধুমাত্র তাহেরপুর ছাড়া আর কোনও পুরসভা আসেনি বামেদের দখলে। তবে এবার উলটপূরাণ। বাঁশবেড়িয়ায় হাই মাদ্রাসা ভোটে জয়ী বামেরা। ৬-০ ফলাফলে বামেদের কাছে পরাজিত তৃণমূল। মানুষ ভোট দিতে পেরেছেন বলেই এই ফলাফল, দাবি বামেদের। কাজের ক্ষেত্রে সমস্ত সহযোগিতার আশ্বাস তৃণমূলের। 

পুরসভায় হার, হাই মাদ্রাসায় জয়
গত কয়েক মাস আগে হয়ে যাওয়া পুরভোটে বাঁশবেড়িয়ায় পরাজিত হয়েছিল বামেরা। ২২টির মধ্যে ২১টি আসনই গিয়েছিল তৃণমূলের দখলে। তবে এবার হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে বামেদের জয়জয়কার। ইদ মহম্মদ হাই মাদ্রাসার পরিচলান সমিতির ভোটে মোট ৬টি আসনের সবকটি আসনেই জয়ী 'লাল ঝান্ডা'। মোট ১,৩০৮ জন ভোটারের মধ্যে ৬৭৭ জন ভোট দেন। ফলাফলে দেখা যায় প্রতিটি আসনেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। 

'ভোটে গণ্ডগোল হয়নি'
এই জয়ের পর বামেরা জানাচ্ছেন, নিরপেক্ষভাবে ভোট হয়েছে। ভোটে কোনও গণ্ডগোল হয়নি। মানুষ ভোট দিতে পেরেছেন, তাই এই ফলাফল হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, এখানে কোনও রাজনীতির রং নেই। তারা সেভাবেই ভোটে লড়েছিল। মানুষ যাদের চেয়েছেন তারাই জয়ী হয়েছেন। কাজের ক্ষেত্রে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে। 

সাম্প্রতিককালে বামেদের বেশকিছু জয়
সম্প্রতি একাধিক সমবায় ভোটেও জয় হয়েছে বামেদের। কোথাও আবার বিজেপি বা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও জয়ী হয়েছে বামেরা। আর এবার এল এক ক্ষমতায় জয়। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। এই জয়ের মধ্যে দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁশবেড়িয়া তথা গোটা হুগলি জেলার বাম কর্মীরা নতুন করে অক্সিজেন পাবেন বলেও মনে করছে দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে সবপক্ষ। সংগঠন মজবুত করার ওপরে জোর দিয়েছে বামেরাও। সেক্ষেত্রে এখন দেখার এই জয় বাস্তবেই বামেদের নতুন করে কতটো অক্সিজেন দিতে পারে।  

আরও পড়ুন - মোবাইলে গেম খেলায় বকাঝকা-মারধর, অভিমানে আত্মঘাতী ১০ বছরের বালক

Advertisement

 

POST A COMMENT
Advertisement