Rain Forecast Weather: ফের টানা ৬ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আপডেট

ঘূর্ণিঝড় দানার প্রভাবে দিনভর বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার জেরে জল জমল বিভিন্ন এলাকায়। শনিবার সকালে রোদের দেখা পাওয়া গিয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও ৬ দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কালীপুজোর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
ফের টানা ৬ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আপডেটফের বৃষ্টির পূর্বাভাস জারি।
হাইলাইটস
  • ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।
  • আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • আরও ৬ দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে দিনভর বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার জেরে জল জমল বিভিন্ন এলাকায়। শনিবার সকালে রোদের দেখা পাওয়া গিয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও ৬ দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কালীপুজোর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 

কবে থেকে আবহাওয়ার উন্নতি?

হাওয়া অফিসের ওয়েবসাইট সূত্রে খবর, শনিবার থেকেই বদলাবে আবহাওয়া। রবিবার থেকে সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ, আবহাওয়ার উন্নতি হবে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের আর সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 


কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৭ শতাংশ।

শুক্রবার রাতে আছড়ে পড়ে দানা

শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। রাত দেড়টা থেকে সাড়ে ৩টের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ে দানা। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১২০ কিমি। দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলে। 

POST A COMMENT
Advertisement