Weather Update: রাজ্যে আবহাওয়ায় বড় বদল চলতি সপ্তাহেই, বৃষ্টির পূর্বাভাস কোথায়-কত দিন?

তুমুল বৃষ্টি শুরু হয়েছে বাংলার একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার চাপে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৬ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 

Advertisement
রাজ্যে আবহাওয়ায় বড় বদল চলতি সপ্তাহেই, বৃষ্টির পূর্বাভাস কোথায়-কত দিন?ফাইল ছবি।
হাইলাইটস
  • তুমুল বৃষ্টি শুরু হয়েছে বাংলার একাধিক জেলায়।
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার চাপে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৬ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

তুমুল বৃষ্টি শুরু হয়েছে বাংলার একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার চাপে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৬ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব উত্তর প্রদেশ থেকে পূর্ব আসাম পর্যন্ত বিহার, উপ-হিমালয় পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার কারণে এবং উপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা ঢোকায় ২৬ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

কয়েকদিন বৃষ্টি হলেও আবারও সেই একইভাবে গরম পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। নাজেহাল অবস্থা এক প্রকার সকলের। তবে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। মূলত, আকাশ থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহওয়া?

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতি ও শুক্রবার।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আজ আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। মূলত মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
কমলা সতর্কতা:
আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হলুদ সতর্কতা:
কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের জেলার দুই-এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা:
হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ থেকে পরবর্তি তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

POST A COMMENT
Advertisement