Liquor Price Hike: বাংলায় মদের দাম বাড়ছে, New Year এর আগেই, তারিখ জানাল আবগারি দফতর

সামনেই ইংরাজি নববর্ষ। এই সময় সাধারণ মদের বিক্রি বাড়ে। আর তার ঠিক আগেই মদের দাম বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। নতুন অতিরিক্ত(Additional) আবগারি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল রাজ্য আবগারি দফতর।

Advertisement
বাংলায় মদের দাম বাড়ছে, New Year এর আগেই, তারিখ জানাল আবগারি দফতর১ ডিসেম্বর থেকে চাপছে বাড়তি শুল্ক।
হাইলাইটস
  • সামনেই ইংরাজি নববর্ষ, এই সময় সাধারণ মদের বিক্রি বাড়ে।
  • তার ঠিক আগেই মদের দাম বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে।
  • নতুন অতিরিক্ত(Additional) আবগারি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল রাজ্য আবগারি দফতর।

সামনেই ইংরাজি নববর্ষ। এই সময় সাধারণ মদের বিক্রি বাড়ে। আর তার ঠিক আগেই মদের দাম বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। নতুন অতিরিক্ত(Additional) আবগারি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল রাজ্য আবগারি দফতর। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে এই বাড়তি শুল্ক আরোপ হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিয়ার বাদে প্রায় সব দেশি ও বিদেশি মদেরই দাম বাড়বে। অর্থাৎ, নিউ ইয়ারের সময় পকেটে অতিরিক্ত টান পড়তে চলেছে সুরাপ্রেমীদের।

৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যেই পুরনো দামের সমস্ত স্টক যতটা সম্ভব বিক্রি করে ফেলতে হবে। রাজ্যের বিভিন্ন মদ উৎপাদক সংস্থা, ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারদের এমনই সুপারিশ করা হয়েছে। ওই তারিখের পর আর পুরনো দামে মদ বেচাকেনা করা যাবে না।

কোনও অফ শপে যদি স্টক থেকে যায়, সেক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে নতুন শুল্কহারই প্রযোজ্য হবে। এর পাশাপাশি নতুন দামের স্টিকার লাগানোও আবশ্যিক করা হয়েছে। ক্রেতাদের মধ্যে বিভ্রান্তে এড়াতেই এই নির্দেশ।

1
1
2
2

ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্তে রাজ্যের সরকারী রাজস্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। রাজস্ব আদায় বাড়লে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সরকার জনকল্যাণমূলক প্রকল্পে আরও ব্যয় করতে পারবে। যদিও কতটা রাজস্ব বাড়বে, তা ডিসেম্বরের পরেই হিসাব করা যাবে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সময়ে দাম বৃদ্ধির সিদ্ধান্তে সুরাপ্রেমীদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি কী দাঁড়ায়, তা সময়ই বলবে।

POST A COMMENT
Advertisement