scorecardresearch
 

Sealdah Station Local Train Canceled: বড় খবর : শিয়ালদা স্টেশন থেকে পরপর ৩ দিন বাতিল বহু লোকাল ট্রেন

জুলাই মাস থেকেই শিয়ালদা শাখায় সমস্ত লোকাল ট্রেনই হবে ১২ বগির। তাই শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় মেগা ব্লকের বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। ভোট পর্ব মিটে যেতেই জোর কদমে চলছে কাজ। সেই কারণেই ৭ জুন থেকে তিনদিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়ে দিল পূর্ব রেল। 

Advertisement
লোকাল ট্রেন লোকাল ট্রেন

জুলাই মাস থেকেই শিয়ালদা শাখায় সমস্ত লোকাল ট্রেনই হবে ১২ বগির। তাই শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় মেগা ব্লকের বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। ভোট পর্ব মিটে যেতেই জোর কদমে চলছে কাজ। সেই কারণেই ৭ জুন থেকে তিনদিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়ে দিল পূর্ব রেল। 

সেইজন্য ওই তিন দিন প্রচুর সংখ্যার ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে। এরফলে শিয়ালদহ মেন ও বনগাঁ শাখার যাত্রীদের তিনদিন ধরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। তাই যাত্রীদের ওই দিনগুলিতে সড়ক পথকেই বেছে নিতে হবে বলে মনে করা হচ্ছে। তবে কোন কোন কোন ট্রেন বাতিল থাকবে তা এখনও রেলের তরফে জানা যায়নি। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই ১২ বগির ট্রেন চালান সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে কামরা বাড়ার সঙ্গে সঙ্গে দৈঘ্য বড় হবে। আর শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্যে ততটা বড় নয়। সেই জন্য চলছে প্ল্যাটফর্ম বাড়ান কাজ। পাশাপাশি চলছে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের বদলে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজও। তবে ভোটের মাঝে কিছুটা থমকে ছিল এই কাজ। সেইজন্যই ভোট মিটতে জোরকদমে চলছে প্রস্তুতি।

টানা তিনদিনে বেশ কয়েকশো ট্রেন বাতিল। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। ৮৯৪টি ট্রেনের মধ্যে চলবে ৮০৬টি ট্রেন। তবে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনের উপর কোনও প্রভাব পড়বে না। বনগাঁ শাখার ট্রেনগুলি দমদম ক্যান্টরমেন্ট ও দমদম জংশন পর্যন্ত চলবে। পাশাপাশি চারটি এক্সপ্রেসের রুট বদলে ফেলা হয়েছে। শিয়ালদার জায়গায় কলকাতা স্টেশনে থামবে ট্রেনগুলি। 

আরও পড়ুন

রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ৪০০ জন রেলকর্মী এই তিনদিন টানা ২৪ ঘন্টা করে কাজ করবেন।   

Advertisement

Advertisement