Medinpur-Howrah Local Derailed: খড়গপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, ফের আতঙ্ক

খড়গপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন।

Advertisement
খড়গপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, ফের আতঙ্কপ্রতীকী ছবি
হাইলাইটস
  • খড়গপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন
  • মেদিনীপুর-হাওড়া লোকালটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বগির ধাক্কা লাগে
  • খড়গপুর রেলস্টেশনের আগে গিরি ময়দান সংলগ্ন এলাকায় মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়

Medinpur-Howrah Local Derailed: খড়গপুর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। মেদিনীপুর-হাওড়া লোকালটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বগির ধাক্কা লাগে। খড়গপুর রেলস্টেশনের আগে গিরি ময়দান সংলগ্ন এলাকায় মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। আপাতত কোনও হতাহতের বা আহত হওয়ার খবর মেলেনি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে হাজির হয়েছেন রেলের আধিকারিকরা। শনিবার রাতে হঠাৎ লাইন থেকে কয়েকটি বগির চাকা সরে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা লাইনটি বন্ধ রাখা হয়। রেলওয়ের দক্ষিণ-পূর্ব শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, 'মেদিনীপুর-হাওড়া লোকালটির লাইন থেকে চাকা বেরিয়ে যায়। ঘটনায় কেউ আহত হননি।'

 

ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়েছে। সেই ভয়াবহ দিনটির স্মৃতি এখনও ভোলেনি দেশবাসী। গত ২ জুন সন্ধেয় ওড়িশার বালেশ্বর জেলার বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মালগড়ি-করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা তারপর যশবন্তপুরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় হাওড়া-করমণ্ডল এক্সপ্রেসটি। ট্রেনের চালকের দাবি, সবুজ সংকেত পেয়েই লুপ লাইনে যান তিনি। সেই লুপ লাইনে আগে থেকেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। ১২৮ কিমি বেগে ছুটে আসা করমণ্ডল এক্সপ্রেসটি সজোরে গিয়ে মালগাড়িতে ধাক্কা মারে। প্রশ্ন ওঠে কীকরে লুপ লাইনে সবুজ সিগন্যাল দিয়ে থ্রু ট্রেন ঢোকানো হল তা নিয়ে। দুর্ঘটনায় প্রাণ হারান ২৮৮ জন। এর পিছনে কোনও অন্তর্ঘাত থাকতে বলে দাবি করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

POST A COMMENT
Advertisement