Local Trains Cancelled: শনি-রবি শিয়ালদা থেকে আপ ও ডাউন লাইনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

শনি ও রবিবার শিয়ালদা থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল? একনজরে দেখে নিন তালিকা।

Advertisement
শনি-রবি শিয়ালদা থেকে আপ ও ডাউন লাইনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকাফাইল ফটো।
হাইলাইটস
  • শনি-রবি লোকাল ট্রেন বাতিল
  • শিয়ালদা থেকে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
  • দূরপাল্লার কোন কোন ট্রেনের সূচি বদল?

শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণায় ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। জানা গিয়েছে, দমদম জংশনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণে শিয়ালদা থেকে আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও বদল করা হয়েছে। 

জানা গিয়েছে, শনি ও রবিবার মিলিয়ে মোট ৭ ঘণ্টা প্রভাবিত হতে পারে ট্রেন চলাচল। 

কোন কোন লোকাল ট্রেন বাতিল?
শনিবার বাতিল শিয়ালদা-ডানকুনি (আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২)
রবিবার বাতিল শিয়ালদা-হাবরা (আপ ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫৪), শিয়ালদা-দত্তপুকুর (ডাউন ৩৩৬১২), শিয়ালদা-বনগাঁ (আপ ৩৩৮১৭ ও ডাউন ৩৩৮২৪), শিয়ালদা-বারাসত (আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২), শিয়ালদা-ডানকুনি (আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০)। 

যে সকল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত (রবিবার)
৩৩৮১২ ডাউন বনগাঁ -শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট-এ যাবে। 
৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

এছাড়াও, ২২২০২ ডাউন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস শনিবার পুরী থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের বদলে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে। 
১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে  পরিবর্তিত পথে চলবে এবং বেলঘরিয়াতে থামবে।
১২৩৪৪ ডাউন হলদিবাড়ি- শিয়ালদা দার্জিলিং মেল এবং ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস  ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে।
 

 

POST A COMMENT
Advertisement