scorecardresearch
 

Lok Sabha Election 2024: গড়বেতায় BJP প্রার্থীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর, মাথা ফাটল জওয়ানের

ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তপ্ত হল পরিস্থিতি। তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ বলে অভিযোগ। উত্তেজনা শুরু হয় ২০০ নম্বর বুথে। লাঠি, বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। সংবাদমাধ্যমের গাড়ির কাচও ভেঙেছে বলে অভিযোগ।

Advertisement
বিজেপি প্রার্থী প্রণত টুডুর ওপর হামলা। ফাইল ছবি বিজেপি প্রার্থী প্রণত টুডুর ওপর হামলা। ফাইল ছবি
হাইলাইটস
  • ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তপ্ত হল পরিস্থিতি।
  • তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তপ্ত হল পরিস্থিতি। তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ বলে অভিযোগ। উত্তেজনা শুরু হয় ২০০ নম্বর বুথে। লাঠি, বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। সংবাদমাধ্যমের গাড়ির কাচও ভেঙেছে বলে অভিযোগ।

শুধু তাই নয়, গড়বেতায় প্রণত টুডুর গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে। ঝড়েছে রক্ত। তৃণমূলের অভিযোগ, বিজেপি ওই এলাকায় অশান্তি করছে। বিজেপি প্রার্থী প্রণত বলেন, ‘‘প্রার্থী হিসাবে আমি এখানে এসেছিলাম। খবর ছিল, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমাদের তরফে কোনও প্ররোচনা ছিল না। এরা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে দিয়েছে তৃণমূল। এখানে আমাদের ভোটারেরা ভোট দিতে পারছেন না। নিরাপত্তারক্ষী ছিল বলে আমি বেঁচেছি। না হলে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’’

এদিন বুথে ছাপ্পার খবর পেয়ে গড়বেতার ওই বুথে পৌঁছন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। অভিযোগ, বুথের কাছাকাছি পৌঁছতেই তাঁর গাড়ির দিকে তেড়ে আসে একদল লাঠিধারী লোকজন। অভিযোগ, তাঁরা প্রার্থীকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। তাতেই মাথা ফাটে বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীর। আক্রান্ত হয় সংবাদমাধ্যমের কর্মীরাও। গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনকে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়েছেন বিজেপি প্রার্থী। 

 

Advertisement