Bandel: হাওড়া স্টেশনের বিকল্প হবে ব্যান্ডেল? একাধিক এক্সপ্রেস ছাড়বে, বড় প্ল্যান রেলের

হাওড়া রেলস্টেশনের নতুন ডিভিশনের শতবর্ষে নতুন উদ্যোগের বার্তা নিয়ে এল হাওড়া ডিভিশন। ১৯২৫ সালে তৈরি হওয়া হাওড়া ডিভিশনের এবার ১০০ বছর পূর্ণ হচ্ছে। এই ঐতিহাসিক উপলক্ষে একমাস ধরে বিশেষ অনুষ্ঠান হবে, যার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন ও রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে শতবর্ষ উদযাপনের থিম চিত্রাঙ্কন।

Advertisement
হাওড়া স্টেশনের বিকল্প হবে ব্যান্ডেল? একাধিক এক্সপ্রেস ছাড়বে, বড় প্ল্যান রেলেরব্যান্ডেল স্টেশন।-ফাইল ছবি
হাইলাইটস
  • হাওড়া রেলস্টেশনের নতুন ডিভিশনের শতবর্ষে নতুন উদ্যোগের বার্তা নিয়ে এল হাওড়া ডিভিশন।
  • ১৯২৫ সালে তৈরি হওয়া হাওড়া ডিভিশনের এবার ১০০ বছর পূর্ণ হচ্ছে।

হাওড়া রেলস্টেশনের নতুন ডিভিশনের শতবর্ষে নতুন উদ্যোগের বার্তা নিয়ে এল হাওড়া ডিভিশন। ১৯২৫ সালে তৈরি হওয়া হাওড়া ডিভিশনের এবার ১০০ বছর পূর্ণ হচ্ছে। এই ঐতিহাসিক উপলক্ষে একমাস ধরে বিশেষ অনুষ্ঠান হবে, যার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন ও রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে শতবর্ষ উদযাপনের থিম চিত্রাঙ্কন।

তবে উৎসবের পাশাপাশি নজর দেওয়া হচ্ছে বাস্তব সমস্যার দিকেও। দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ জানিয়ে আসছেন অফিস টাইমে লোকাল ট্রেনের চলাচলে ঘনঘন দেরি ও ভিড়ের জন্য। এই সমস্যা সমাধানে হাওড়া ডিভিশনের নতুন পরিকল্পনা ব্যান্ডেল স্টেশনকে ঘিরেই।

হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ব্যান্ডেল ইয়ার্ডে কোচিং ডিপো এবং স্টেশন উন্নয়নের কাজ চলছে। উদ্দেশ্য, ব্যান্ডেল থেকেই উত্তর ও পূর্ব ভারতের উদ্দেশে দূরপাল্লার ট্রেন চালানো। পাশাপাশি ব্যান্ডেলের পাশেই বাঁশবেড়িয়ায় তৈরি হচ্ছে 'গতি শক্তি কার্গো টার্মিনাল', যা চলতি বছরই চালু হবে। এতে পণ্য পরিবহণের ক্ষেত্রেও দারুণ সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

হাওড়া ডিভিশন রেলের সবচেয়ে পুরোনো ডিভিশন। ১৯২৫ সালে এটি নতুন ডিভিশনের রূপ নেয়। ডিভিশনের একশো বছর পালিত হবে নানা অনুষ্ঠানের মাধ্যমে। এক মাস ধরে চলবে এই অনুষ্ঠান। যার মধ্যে হাওড়া নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে এক মাসের মধ্যে। রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে শতবর্ষ উদযাপনের ছবি আঁকা হবে। লোকাল ট্রেনেও এই বিষয়ের উপর ছবি আঁকা হবে। ডিভিশনের স্টেশনগুলিতে এক মাস ধরে নানা কর্মসূচি পালিত হবে বলে জানা গিয়েছে।
 

 

TAGS:
POST A COMMENT
Advertisement