Wife runs away with BJP worker: পার্টি অফিসে প্রেম, স্ত্রী পালাল BJP কর্মীর সঙ্গে; ২ ছেলেকে নিয়ে মাথায় হাত TMC কর্মী স্বামীর

মালদার হরিশ্চন্দ্রপুরে এক রাজনৈতিক প্রেম কাহিনি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কৈলাসনগর এলাকার তৃণমূল কর্মী জিতেন রায়ের স্ত্রী শিউলি রায় সম্প্রতি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ডায়েরি জমা দেওয়ার কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে চমকপ্রদ তথ্য—তিনি পিপলার বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে এলাকাজুড়ে।

Advertisement
পার্টি অফিসে প্রেম, স্ত্রী পালাল BJP কর্মীর সঙ্গে; ২ ছেলেকে নিয়ে মাথায় হাত TMC কর্মী স্বামীরস্ত্রী পালালেন বিজেপি কর্মীর সঙ্গে।-কোলাজ
হাইলাইটস
  • মালদার হরিশ্চন্দ্রপুরে এক রাজনৈতিক প্রেম কাহিনি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • কৈলাসনগর এলাকার তৃণমূল কর্মী জিতেন রায়ের স্ত্রী শিউলি রায় সম্প্রতি নিখোঁজ হয়ে যান।

মালদার হরিশ্চন্দ্রপুরে এক রাজনৈতিক প্রেম কাহিনি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কৈলাসনগর এলাকার তৃণমূল কর্মী জিতেন রায়ের স্ত্রী শিউলি রায় সম্প্রতি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ডায়েরি জমা দেওয়ার কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে চমকপ্রদ তথ্য—তিনি পিপলার বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, জিতেন রায়ের বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন জীবন দাস, এবং ধীরে ধীরে গড়ে ওঠে শিউলি ও জীবনের যোগাযোগ। দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও সেই সম্পর্কই এখন দুই পরিবারে ভাঙনের মুখে দাঁড় করিয়েছে।

জিতেন রায় পেশায় একজন টোটোচালক। স্ত্রী শিউলির সঙ্গে তার প্রেম করে বিয়ে হয়েছিল। রয়েছে ছোট দুই সন্তান। স্ত্রী’র এই সিদ্ধান্তে হতবাক জিতেন জানান, “বিশ্বাসই করতে পারছি না। এতটা বিশ্বাসঘাতকতা করবে, ভাবিনি। কীভাবে সন্তানদের কথা না ভেবে চলে গেল!”

অন্যদিকে জীবন দাসের পরিবারও সমানভাবে বিপাকে পড়েছে। তার এক ছোট সন্তান রয়েছে। এই ঘটনায় বিব্রত তার পরিবার। শিউলি রায়ের মা জানান, “মেয়ের এমন কাজ মেনে নিতে পারছি না। সে কীভাবে এমন সিদ্ধান্ত নিল, বুঝতে পারছি না।”

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সম্প্রতি এই ধরনের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বহু পরিবারে ভাঙন দেখা দিচ্ছে। এই ঘটনাও তেমনই এক দৃষ্টান্ত।

বর্তমানে দু’টি পরিবারই মানসিক ও সামাজিক চাপের মধ্যে রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া দুই ব্যক্তি কোথায় আছেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরিশ্চন্দ্রপুর থানার পক্ষ থেকে তদন্ত চলছে বলে সূত্রের খবর।

 

POST A COMMENT
Advertisement