Maa Flyover: মা উড়ালপুল বন্ধ রাতে, চলবে সংস্কারের কাজ, কতক্ষণ?

রাত সাড়ে ১০টায় মা উড়ালপুলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে সেখানে সংস্কারের কাজ চালাবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA)-র ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।  

Advertisement
মা উড়ালপুল বন্ধ রাতে, চলবে সংস্কারের কাজ, কতক্ষণ?মা ফ্লাইওভার
হাইলাইটস
  • আগামী ৫ দিনের জন্য রাতে যান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার রাত থেকে এই সংস্কারের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই ইস্ট ট্রাফির গার্ড অনুমোদন দিয়েছে।
  • রাত সাড়ে ১০টায় মা উড়ালপুলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
  • এই সময়ে সেখানে সংস্কারের কাজ চালাবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA)-র ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।  

মা উড়ালপুলে আগামী ৫ দিনের জন্য রাতে যান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার রাত থেকে এই সংস্কারের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই ইস্ট ট্রাফির গার্ড অনুমোদন দিয়েছে। রাত সাড়ে ১০টায় মা উড়ালপুলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে সেখানে সংস্কারের কাজ চালাবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA)-র ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।  

বৃহস্পতিবার রাত থেকে মা ফ্লাইওভার থেকে রুবির দিকে নামার অংশ এবং সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার ওঠার অংশে কাজ হবে। মূলত রাস্তা সারাইয়ের কাজ করা হবে। রাস্তায় নতুন বিটুমিনের প্রলেপ পড়বে। 

প্রথম দফায় পার্কসার্কাস সেভেন পয়েন্ট সংযোগস্থলের উপরের অংশে, মা উড়ালপুলের সঙ্গে যেখানে এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগ হয়েছে সেই জায়গায় কাজ শুরু হবে। উড়ালপুলের রাস্তার পিচের আস্তরণ সম্পূর্ণ তুলে ফেলা হবে। তারপর নতুন বিটুমিনের প্রলেপ দেওয়া হবে। 

মা উড়ালপুলে যানবাহনের চাপ নেহাৎ কম নয়। কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির মধ্যে এটি অন্য়তম। তাই দিনের বেলায় এই রাস্তা বন্ধ হলে যাত্রীদের নাস্তানাবুদ হতে হত।

সেই কারণেই রাতে, যখন তুলনামূলকভাবে যানবাহনের চাপ কম থাকে, সেই সময়ে উড়ালপুল বন্ধ করে কাজ করা হবে। তাছাড়া বর্ষার মরসুমেআরও  ফলে রাস্তার নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। শুধু তাই নয়। এই সুযোগে আরও কিছু কাজ সেরে নেওয়া হবে। মা ফ্লাইওভারের সিসিটিভি এবং বৈদ্যুতিন কাজকর্মও করা হবে।

POST A COMMENT
Advertisement