scorecardresearch
 

Madhyamik 2024: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে ভুললে এক ফোনেই মুশকিল আসান, রইল হেল্পলাইন নম্বর

আগামীকাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। ইতিমধ্যেই পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের যেকোনও সমস্যায় ২৪ ঘন্টার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরগুলিতে যে কোনও সময় ফোন করলেই পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবে। এই নম্বরগুলি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে।

Advertisement
মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি। মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি।
হাইলাইটস
  • আগামীকাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। ইতিমধ্যেই পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে পর্ষদ।
  • পরীক্ষার্থীদের যেকোনও সমস্যায় ২৪ ঘন্টার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

আগামীকাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। ইতিমধ্যেই পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের যেকোনও সমস্যায় ২৪ ঘন্টার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরগুলিতে যে কোনও সময় ফোন করলেই পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবে। এই নম্বরগুলি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে।

পর্যদ জানিয়েছে, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জন্য চারটি পৃথক নম্বর চালু করা হয়েছে। কলকাতার পড়ুয়ারা ৯১৪৭১৩৫৭৪৯, বর্ধমানের পড়ুয়ারা ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুরের পড়ুয়ারা ৯১৪৭১৩৫৭৫২ এবং উত্তরবঙ্গের পড়ুয়ারা ৯১৪৭১৩৫৭৪৮ নম্বরে যে কোনও সময়ে যোগাযোগ করতে পারবে। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হতে থাকবে এবং সংবাদমাধ্যমেও তা দ্রুত প্রচার করার নির্দেশিকাও দেওয়া হয়েছে। 

এ ছাড়াও পর্ষদের তরফে পরীক্ষা বিভাগের জন্য দু’টি নম্বর এবং কন্ট্রোল রুমের দু’টি নম্বর প্রকাশ করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৫৯ ২২৭৮। পরীক্ষাকেন্দ্রের জন্য ০৩৩ ২৩২১ ৩২১৬ এবং ০৩৩ ২৩২১ ৩৮৪৪ নম্বরগুলি চালু করা হয়েছে। এ ছাড়াও ইমেল মারফত যোগাযোগের জন্য একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। তবে, পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।

আরও পড়ুন

পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষার জন্য কলকা তার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরীক্ষার দিনগুলিতে সকালের কিছুটা সময় শহরে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০ এবং ১২ তারিখ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের একাধির রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে সকাল ৮টা পর্যন্ত ছাড় দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে। 

Advertisement

মাধ্যমিক পরীক্ষা কতদিন?
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

কখন শুরু হবে পরীক্ষা? 
সকাল পৌনে ১২টা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করার কথা ছিল। তবে সেই সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত মাধ্যমিকের হেল্পলাইন পরীক্ষা শুরুর আগেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 


 

Advertisement