সাধারণত পরীক্ষার ৯০ দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারেও তার কোনও অন্যথা হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই ফলাফল প্রকাশিত করা হবে। কাজ জোরকদমে চলছে। এখন ফের আরও একবার প্রতিটি নম্বর খতিয়ে দেখা হচ্ছে। ভুল ত্রুটি এড়াতে তৎপরতা চলছে। সব ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহেই প্রকাশ করা হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'প্রসেসিং চলছে। সব খাতা দেখার পরের স্তরের কাজ চলছে। নম্বর ঠিকঠাক দেওয়া হয়েছে কী না, সামান্য ভুল-ত্রুটিও যাতে না থাকে, সেগুলো আরও একবার দেখা হচ্ছে। আশা করা যায় মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।'
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। তাই মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। তাৎপর্যপূর্ণভাবে নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী। তবে পরীক্ষার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ ও প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয় একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়।
এবারের মাধ্যমিক পরীক্ষার মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমেও চোখে পড়েছে তৎপরতা। সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছিল কড়া নির্দেশিকা।
আরও পড়ুন-পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা, কেন?