Sealdah Court: 'সঞ্জয়কে জামিন দিয়ে দেব!', CBI-কে কেন ভর্ৎসনা করল শিয়ালদা কোর্ট?

তাজ্জব কাণ্ড! শুনানিতে ৪০ মিনিট পর এলেন CBI আইনজীবী। শুক্রবার শিয়ালদা আদালতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের শুনানি ছিল। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে সঞ্জয়কে হাজির করানো হয়। সেই শুনানি শুরু হওয়ার ৪০ মিনিট পর হাজির হন সিবিআইয়ের আইনজীবী। 

Advertisement
'সঞ্জয়কে জামিন দিয়ে দেব!', CBI-কে কেন ভর্ৎসনা করল শিয়ালদা কোর্ট?সঞ্জয় রায়

Sealdah Court:  তাজ্জব কাণ্ড! শুনানিতে ৪০ মিনিট পর এলেন CBI আইনজীবী। শুক্রবার শিয়ালদা আদালতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের শুনানি ছিল। এদিন ভার্চুয়াল মাধ্যমে সঞ্জয়কে হাজির করানো হয়। সেই শুনানি শুরু হওয়ার ৪০ মিনিট পর হাজির হন সিবিআইয়ের আইনজীবী।

তাঁর এই আচরণে ক্ষুব্ধ হন বিচারক। তিনি বলেই বসেন, 'তবে কি এই মামলায় সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব?' সঞ্জয়ের শুনানির সময় আদালতে উপস্থিত না হওয়ার জন্য সিবিআইয়ের আইনজীবী এবং আইওকে তিরস্কার করেন বিচারক। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার আরজি কর মামলার শুনানি শুরু হতেই অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবীর খোঁজ করেন বিচারক। উপস্থিতি সিবিআইয়ের এক মহিলা আধিকারিক জানান, তিনি এই মামলার সহকারী তদন্তকারী আধিকারিক। আইনজীবী কোথায় আছেন, তা খোঁজ করার জন্য ফোন করেন। এমন একটি গুরুতর ঘটনার মামলায় এই ধরনের আচরণে বিরক্ত হন বিচারক। প্রশ্ন ওঠে সিবিআইয়ের ভূমিকা নিয়ে।

শুধু তিনিই নন, ধৃতের আইনজীবীও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। সকাল থেকে এই মামলার জন্য ঘুরছেন, তারপরও ফের অপেক্ষা করানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, ৪০ মিনিচ পর হাজির হয়ে ধৃতের জামিনের বিরোধিতা করেন তিনি। এরপর আরও ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে থাকবে সঞ্জয়।

POST A COMMENT
Advertisement