Mahua Moitra on Amit Shah: 'অমিত শাহের মাথাটা কে*টে টেবিলে দেওয়া উচিত,' বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মহুয়া মৈত্র। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেন তিনি। নদিয়ার একটি অনুষ্ঠানে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মহুয়া। সেই সময়েই সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'আমার তাঁদের কাছে সোজাসাপটা প্রশ্ন। শুধু ঘুসপেটিয়া, ঘুসপেটিয়া বললেই হবে না। দেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। আর সেটা অমিত শাহের অধীনে। প্রধানমন্ত্রী ১৫ অগাস্ট লালকেল্লা থেকে বললেন, ঘুসপেট হচ্ছে, দেশের ডেমোগ্রাফি বদলাচ্ছে। তখন প্রথম সারিতে বসে অমিত শাহ শুধু হাসছিলেন আর হাততালি দিচ্ছিলেন।'
এরপরই তিনি বলেন, 'যদি দেশের সীমান্ত রক্ষা করার কেউ না থাকে, যদি প্রতিদিন লাখ লাখ লোক অনুপ্রবেশ করে আমাদের মায়েদের বোনেদের দিকে চোখ তুলে তাকিয়ে থাকে, আমাদের জমি কেড়ে নেয়, তাহলে আগে অমিত শাহর মাথা কে*টে টেবিলে রাখা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্ত রক্ষা করতে পারে না। আর প্রধানমন্ত্রী নিজেই বলছেন বাইরে থেকে লোক আসছে।তাহলে ভুলটা কার? ভুলটা আপনাদের না আমাদের?'
বাংলাদেশ প্রসঙ্গে তোপ
মহুয়া আরও বলেন, 'এখানে তো বিএসএফ আছে। আমরাও তাঁদের ভয়ে থাকি। বাংলাদেশ একসময় আমাদের বন্ধু দেশ ছিল। কিন্তু আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, তাতে গত কয়েক বছরে সম্পর্কের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে।'
মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ
মহুয়ার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্কের ঝড়। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা সন্দীপ মজুমদার। তাঁর দাবি, 'সাংসদের মন্তব্যে শুধু অমিত শাহ নন, দেশের আইনশৃঙ্খলাও অবমানিত হয়েছে।' অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন তিনি।