scorecardresearch
 

৫ বারের বিধায়ক মইনুলের কংগ্রেস ত্যাগ, TMC-তে যোগের জল্পনা

আগামী ৩০ তারিখ মুর্শিদাবাদে ২ আসনে ভোট। তার আগে কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা। দলত্যাগ করলেন ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক। ইতিমধ্যেই দলত্যাগের চিঠি প্রদেশ কংগ্রেস কমিটি ও অধীর চৌধুরিকে পাঠিয়েছেন মইনুল।

Advertisement
মইনুল হক মইনুল হক
হাইলাইটস
  • আগামী ৩০ তারিখ মুর্শিদাবাদে ২ আসনে ভোট
  • তার আগে কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা
  • দলত্যাগ করলেন ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক

আগামী ৩০ তারিখ মুর্শিদাবাদে ২ আসনে ভোট। তার আগে কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা। দলত্যাগ করলেন ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক। ইতিমধ্যেই দলত্যাগের চিঠি প্রদেশ কংগ্রেস কমিটি ও অধীর চৌধুরিকে পাঠিয়েছেন মইনুল। 

এদকে মইনুলের দলত্যাগের পর জল্পনা শুরু হয়েছে তিনি শাসকদল তৃণমূলে যোগ দিতে পারেন। সূত্রের খবর, আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় তৃণমূলে যোগদান করবেন। মইনুল হক হাত প্রতীকে ফরাক্কা কেন্দ্র থেকে ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা পাঁচবার জিতেছেন। ২০২১ সালে তৃতীয় স্থান পান। 

আরও পড়ুন : '২০২৪-এ বেশি আসন পাব', ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ সুকান্তর

মইনুল ফরাক্কার বিধায়কের পাশাপাশি ঝাড়খণ্ড এবং জম্মু-কাশ্মীরের পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন। তিনি এআইসিসির সেক্রেটারির পদ সামলেছেন। উল্লেখ্য, চলতি বছর ২১ জুলাই তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করলেও শেষ পর্যন্ত কংগ্রেসে থেকে যান।

মইনুলের পাঠানো পদত্যাগপত্র
মইনুলের পাঠানো পদত্যাগপত্র

সব ঠিক থাকলে তিনি ২৩ তারিখ জঙ্গিপুরের অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখাবেন মইনুল। তাঁর সঙ্গে জেলা কংগ্রেসের আরও বেশ কয়েকজন কর্মী, সমর্থক দলবদল করতে পারেন বলে খবর। 

আরও পড়ুন : টাকা-চাবি কোথায় রেখেছেন ভুলে যান? সতর্ক হোন না হলে ফল মারাত্মক

সূত্রের খবর, সোমবার রাতে জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জাকির হোসেনের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন মইনুল। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর দলত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেন মইনুল। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলা থেকে একটি আসনও পায়নি কংগ্রেস। আর জঙ্গিপুর ও সামসেরগঞ্জ ভোট ৩০ সেপ্টেম্বর। তার আগে মইনুলের দলত্যাগ কংগ্রেসকে আরও দুর্বল করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisement

Advertisement