Malda: বাংলাদেশিদের জন্য সব হোটেলের দরজা বন্ধ, মালদায় বড় অ্যাকশন ব্যবসায়ীদের

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কড়া সিদ্ধান্ত নিল মালদা হোটেল মালিক সমিতি। বাংলাদেশি নাগরিকদের আর কোনওভাবেই হোটেলে থাকার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। একইসঙ্গে, প্রতিবেশী দেশে অশান্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।

Advertisement
বাংলাদেশিদের জন্য সব হোটেলের দরজা বন্ধ, মালদায় বড় অ্যাকশন ব্যবসায়ীদেরবাংলাদেশিদের হোটেল ভাড়া মিলবে না।-ফাইল ছবি
হাইলাইটস
  • বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কড়া সিদ্ধান্ত নিল মালদা হোটেল মালিক সমিতি।
  • বাংলাদেশি নাগরিকদের আর কোনওভাবেই হোটেলে থাকার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কড়া সিদ্ধান্ত নিল মালদা হোটেল মালিক সমিতি। বাংলাদেশি নাগরিকদের আর কোনওভাবেই হোটেলে থাকার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। একইসঙ্গে, প্রতিবেশী দেশে অশান্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।

সীমান্তবর্তী জেলা মালদার বহু হোটেলে এতদিন চিকিৎসা কিংবা পড়াশোনার ভিসায় আসা বাংলাদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করা হত। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই বুকিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মালদা হোটেল মালিক সমিতির সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়া বন্ধ থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ থেকেই এমন পদক্ষেপ।

এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন স্থানীয় রাজনৈতিক মহলের একাংশও। বিজেপি নেতা গৌর চন্দ্র মণ্ডলের দাবি, সীমান্ত পেরিয়ে আসা বিদেশিদের জন্য হোটেল থাকার ব্যবস্থা পুরোপুরি ও কড়াভাবে বন্ধ করা উচিত। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন, হোটেল মালিকরা তাঁদের মতামত জানাতে পারেন, তবে বিদেশি নাগরিক ও আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত সিদ্ধান্ত মূলত কেন্দ্রীয় সরকারের নীতির আওতাভুক্ত। রাজ্য সরকার সেই নীতিই অনুসরণ করতে বাধ্য।

সব মিলিয়ে, সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের অশান্ত আবহে মালদায় বাংলাদেশি নাগরিকদের হোটেল প্রবেশে আপাতত কার্যত ইতি টানল হোটেল মালিক সমিতি।

 

TAGS:
POST A COMMENT
Advertisement