তৃণমূল কংগ্রেসখোদ মন্ত্রীর গড়ে দলে দলে মুসলিমরা তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন আসাদুদ্দিন ওয়েইসির দল AIMIM-এ। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসকদলের কাছে এটা বেশ আশঙ্কার বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনা মালদহের মোথাবাড়ির। এই কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন আবার রাজ্যের মন্ত্রীও বটে। মালদহের মোথাহাড়ি বিধানসভা কেন্দ্রের আচিনতোলা হাটে প্রায় ৩০০ জন তৃণমূল ছেড়ে ওয়েইসির দল AIMIM-এ যোগদান করেছেন।
নবাগতদের হাতে AIMIM-এর জেলা সভাপতি রেজাউল করিম দলীয় পতাকা তুলে দেন। রেজাউল করিমের দাবি, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে সংখ্যালঘু এলাকায় শাসক দলে ধস নামতে চলেছে। হাজার হাজার মানুষ আগামীদিনে AIMIM-এ যোগদান করবে। তৃণমুল ছেড়ে AIMIM-এ যোগদানকারীরা জানান, শাসক দল মানুষকে ঠকিয়েছে। আর সেই কারণে আমরা এই দলে যোগ দিয়েছি।
অন্যদিকে AIMIM-কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, গত বিধানসভা ভোটে বিজেপি জিততে পারেনি। এবার সংখ্যালঘু ভোট কাটার জন্য বিভিন্ন এজেন্সির মতো AIMIM-কে ময়দানে নামিয়েছে বিজেপি।
সংখ্যালঘু মানুষরা বুঝে গিয়েছে তৃণমূল করে তাদের আখেরে কোনও লাভ নেই। আর সেই কারণে নতুন দল AIMIM-এ এত মানুষ যোগদান করছেন। দাবি বিজেপি নেতা অম্লান ভাদুড়ির।