Malda: নতুন ভোটার তালিকায় মৃতদের নাম, চাঞ্চল্য মালদার হবিবপুর কেন্দ্রে

Malda: দুদিন আগেই সল্টলেক থেকে গ্রেফতার হয় ৫ বাংলাদেশী নাগরিক। সেই রেশ কাটতে না কাটতেই ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল দেখা দিল মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন লিস্ট তৈরির পরও ভোটার তালিকায় নাম রয়েছে মৃতদের।

Advertisement
নতুন ভোটার তালিকায় মৃতদের নাম, চাঞ্চল্য মালদার হবিবপুর কেন্দ্রে ভোটার তালিকায় মৃতদের নাম
হাইলাইটস
  • ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল দেখা দিল মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

দুদিন আগেই সল্টলেক থেকে গ্রেফতার হয় ৫ বাংলাদেশী নাগরিক। সেই রেশ কাটতে না কাটতেই ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল দেখা দিল মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন লিস্ট তৈরির পরও ভোটার তালিকায় নাম রয়েছে মৃতদের। প্রশ্ন উঠছে, তাহলে এই মৃতদের নাম ভোটের সময় ব্যবহার করা হচ্ছে। না হলে সীমান্ত এলাকায় নতুন তালিকায় কেন নাম থাকছে।

মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের ১৬৯ বুথের ঘটনা। মানিকরা, বোলডাঙা গ্রামের প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন শুরু করে গ্রামবাসীরা। তাঁদের প্রশ্ন, মৃত ভোটারদের নাম কেন এখনও ভোটার লিস্ট থেকে কাটা হল না। কার গাফিলতি, প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। প্রসঙ্গত, ২৬-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য থেকে ভুয়ো ভোটারদের হদিশ মিলছে। 

এই ভুয়ো ভোটার-মৃত ভোটারদের নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নাম কাটা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাজ। তাদের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নাম তোলে নাম কাটে। এটা নির্বাচন কমিশন বলতে পারবে। তাদের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নাম তোলে, নাম কাটে। এটা নির্বাচন কমিশন বলতে পারবে। অপরদিকে, হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এই নাম কাটতে দেয়নি প্রশাসনকে। যাতে ভোটের সময় ছাপ্পা দেওয়া যায়।

বিজেপির সুরে গলা মিলিয়ে একই দাবি করেছেন জেলা সিপিএমের সম্পাদক কৌশিক মিশ্র। তিনি বলেন, ইচ্ছা করেই এই নাম রাখা হয়েছে, যাতে তৃণমূল ছাপ্পা দিতে পারে। তাঁর দাবি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। জীবিত কোনও মানুষের নাম কাটা যাবে না। মৃতদের নাম কাটতে হবে।

Advertisement

রিপোর্টারঃ মিলটন পাল
 

TAGS:
POST A COMMENT
Advertisement