Malda Division Train Schedule Change: মালদা-দক্ষিণবঙ্গগামী দু’টি ট্রেনের সময় বদল, রওনা হওয়ার আগে জানুন

পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা বলেন, যাত্রী পরিষেবা আরও নিরাপদ ও গতিশীল করতে সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সেই কারণেই সাময়িকভাবে ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

Advertisement
মালদা-দক্ষিণবঙ্গগামী দু’টি ট্রেনের সময় বদল, রওনা হওয়ার আগে জানুন

Malda Division Train Schedule Change: রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জেরে ট্রেন চলাচলে সাময়িক প্রভাব পড়তে চলেছে মালদহ রেল ডিভিশনে। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে লাইনের মেরামতির কাজ চলবে। তার জেরেই ওই রুটে চলাচলকারী দু’টি প্যাসেঞ্জার ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়বে।

মালদহ রেল ডিভিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫৩০৫৩ নম্বর কাটোয়া–নিমতিতা প্যাসেঞ্জার ট্রেনটি ৯০ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ৫৩০২৭ নম্বর আজিমগঞ্জ–মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেনটি ৩০ মিনিট দেরিতে ছাড়বে।

পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা বলেন, যাত্রী পরিষেবা আরও নিরাপদ ও গতিশীল করতে সুজনিপাড়া ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে রেললাইনের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সেই কারণেই সাময়িকভাবে ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও জানান, রেল কর্তৃপক্ষ সর্বদা যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা দেওয়ার বিষয়ে দায়বদ্ধ। তবে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ট্রেন দেরিতে চলায় যাত্রীদের যে অসুবিধা হতে পারে, তার জন্য রেল কর্তৃপক্ষ দুঃখিত।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের নির্দিষ্ট দিনের সফরের আগে ট্রেনের আপডেট সময়সূচি দেখে নেওয়ার আবেদন জানিয়েছে।


 

POST A COMMENT
Advertisement