scorecardresearch
 

Bangladesh Issue: '১৫ মিনিটে বাংলাদেশ দখল করে নেব', হুমকি মালদার সংখ্যালঘু সেলের TMC নেতার

বর্ডার খুলে দিলে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি তৃণমূল নেতার। তিনি মালদা জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, “১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।” 

Advertisement
মালদার সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা টিঙ্কুর রহমান বিশ্বাস মালদার সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা টিঙ্কুর রহমান বিশ্বাস

বর্ডার খুলে দিলে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি তৃণমূল নেতার। তিনি মালদা জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, “১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।” 

এই তৃণমূল নেতা জানান, "মঙ্গলবারও আমরা দেখেছি, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি’র নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, তারা আমাদের জন্য যথেষ্ট। আমি বলেছি ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না।"

এর আগে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে প্রাক্তন সেনারা কলকাতা দখলের ডাক দেন। বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভির সাম্প্রতিক মন্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয়। রিজভি শুধু কলকাতা নয়, বাংলা, বিহার ও ওড়িশা দখলের হুঁশিয়ারি দেন। এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানালেন। অধিবেশন কক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, "যাঁরা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব।" এই মন্তব্য নিয়েও মমতাকে পাল্টা আক্রমণ করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন

তবে এবার পাল্টা তৃণমূলের সংখ্যালঘু নেতারাও ক্ষোভপ্রকাশ করেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলে বাংলাদেশ তাদের দখল করা কোনও বিষয় নয়।

TAGS:
Advertisement