Mallarpur Bomb Blast: ফের বোমায় রক্তাক্ত হল তিন শিশু। বীরভূমের মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম হয়েছে ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়েই প্রচণ্ড বিস্ফোরণ, আর তাতেই গুরুতর জখম হয় ৩ শিশু।
রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর জখম ওই ৩ শিশুর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, বোমা বিস্ফোরণে জখম ৩ শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক! খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের সরগরম বীরভূম, মিলল প্রচুর তাজা বোমা
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে বাড়ির কাছেই খেলা করছিল ওই তিন শিশু। সেই সময় একটি প্যাকেট দেখতে পায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্যাকেটটি হাতে তুলে নাড়াচাড়া করতেই বোমা ফেটে যায়।
এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বোমার আঘাতে জখম শিশুদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে এক শিশুর দুই পায়ে এবং বাঁ হাতে গুরুতর চোট লেগেছে। বাকি ২ শিশুর হাতে আর মুখ জখম হয়েছে।
রাজ্যে এই ঘটনা এটাই প্রথম নয়। দিন তিনেক আগেই বীরভূমের সদাইপুর থানার পাঁচটি এলাকাজুড়ে পুলিশি তল্লাশিতে প্রায় ৮০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গত পরশু, সোমবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে জখম হন এক মহিলা ও তাঁর ৬ বছরের শিশু। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কুলপি, মিনাখাঁ, মাথাভাঙা, মাড়গ্রাম, মানিকচক, কাঁকিনাড়ার পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে একাধিক শিশু। কে বা কারা ভোটের আগে বোমা মজুত করেছে, তা খতিয়ে দেখছে এই সব এলাকার পুলিশ। তদন্ত চলছে। তবে এই সব ঘটনা ক্রমাগত হয়ে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।