চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। শনিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সভাঘরে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের সঙ্গে তাঁর বৈঠক ছিল। সেখানে ফোন কলের মাধ্যমেই মুখ্যমন্ত্রী যোগ দেন। প্রাথমিক আলোচনার পর জানান, গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। অন্য়দিকে গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দেন, শিক্ষকদের মতোই, শিক্ষাকর্মীদের জন্যও রিভিউ পিটিশনে যাওয়া হবে। তবে সেক্ষেত্রেও একটি সমস্যা পয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা সময় পেয়েছেন। অর্থাৎ সেই সময় পর্যন্ত তাঁরা বেতন পাবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়।
এদিনের বৈঠকে সেই আর্থিক দুরাবস্থার কথাই তুলে ধরেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। এরপরেই মুখ্যমন্ত্রী ভাতার বিষয়ে জানান।
মমতা জানান, শ্রম দফতরের মাধ্যমে এই মাসিক ভাতা প্রদান করা হবে। শ্রম দফতরের অনেক সামাজিক স্কিম রয়েছে। সেই কারণেই এই দফতরের মারফত ভাতা দেওয়া হবে।
এছাড়াও এদিন কাশ্মীরে নিহতদের জন্য পরিবার পিছু ১০ লক্ষ টাকা ঘোষণা করেন মমতা। কাশ্মীরে নিহত পর্যটক বিতান অধিকারীর সিনিয়র সিটিজেন মা-বাবাকে স্বাস্থ্যসাথীর সুবিধা প্রদানের কথা জানান। এর পাশাপাশি বিতানের স্ত্রী ও মা-বাবাকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে, জানান মমতা।
মুখ্যমন্ত্রী জানান, মে মাসের শুরুতেই তিনি মুর্শিদাবাদ যাবেন। সেখানেও সাম্প্রতিক হিংসা নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেবেন বলে জানান।
উল্লেখ্য, এদিন গ্রুপ সি-র জন্য ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি-র জন্য় ২০ হাজার টাকার মাসিক ভাতার ঘোষণা করেন মমতা। তার উত্তরে চাকরিহারা শিক্ষাকর্মীরা দুই ভাতাই আরও ৫ হাজার টাকা করে বাড়ানো যায় কিনা, সেই প্রস্তাব দেন।