পুরোনো ও নতুন নিয়ে বিতর্ক বিদ্যমান তৃণমূলে। বয়স হলে কর্মক্ষমতা কমতে বাধ্য, রবিবারও এই দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক বলেছেন, ৩৬ বছর বয়সে যে কর্মক্ষমতা থাকে, ৫৬ বছর বয়সে তা থাকে না। ৭০ বছর বয়সে তা আরও কমে যায়।
সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, 'যাঁরা যোগ্য লোক তাঁদের ৬০ বছরে আমরা বিদায় দিই না। আমরা তাঁদের কাজকর্ম অভিজ্ঞতা দিয়ে পুরো কাজে লাগাই। এটা বিরল ঘটনা যে, তিন জন মুখ্যসচিব, দু’জন প্রাক্তন এবং বর্তমান মুখ্যসচিবকে আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা সরকারের একটা বড় কাজ।'
শুধু সরকারি অনুষ্ঠানে নয়, সম্প্রতি মমতা বারবার বলেছেন, ‘পুরোনো চাল ভাতে বাড়ে’ বা ‘মনের বয়স বাড়ল কিনা সেটাই আসল ব্যাপার’। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতার এদিনের বক্তব্যের পর অনেকেই মনে করছেন, অভিষেকের বক্তব্যের সঙ্গে তাঁর একটা দ্বন্দ্ব রয়েছে। অনেকের দাবি, মাত্র একদিন আগেই বলা অভিষেকের বক্তব্যকে নস্যাৎ করেছেন মমতা।
এদিন গঙ্গাসাগরে পৌঁছে একাধিক সরকারি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা অর্থ উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যয়। তাঁদের কথা বলতে গিয়েই মমতা ওই কথা বলেন।
অন্যদিকে, অভিষেক আগেই জানিয়েছিলেন, তিনি মনে করেন সব পেশার মতো রাজনীতিতেও অবসরের বয়স থাকা উচিত। তার পর মমতাকে বলতে শোনা গিয়েছিল। গতকাল নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচিতে গিয়ে অভিষেক বলেন, 'আমি এখন যে কাজ করতে পারছি, তা কি ৭০ বছর হলে করতে পারব?'