আদালতের নির্দেশ অনুযায়ী নতুন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগের পথেই হাঁটল রাজ্য। শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের জন্যও বাড়তি শূন্য়পদ রাখা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবার বিকেলে, পূর্ব ঘোষণামাফিক নবান্নে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই এই বিষয়ে জানান।
মুখ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২৪,২০৩টি শিক্ষকের পোস্টের জন্য শূন্যপদ থাকছেই। তবে এর পাশাপাশি অতিরিক্ত কিছু শূন্যপদ তৈরি করা হয়েছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১,৫১৭ টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের জন্য ৬,৯১২টি শূন্যপদ তৈরি করা হয়েছে।
একইসঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি-র জন্য শূন্য়পদের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান এর মাধ্যমে, ৫৭১ জনের জন্য় গ্রুপ সি এবং ১,০০০ শূন্যপদ গ্রুপ ডি-র জন্য় অতিরিক্ত শূন্যপদ করা হচ্ছে।
তাহলে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৪,২০৩। ক্লাস নাইন-টেন চাকরিহারাদের নিয়ে ২৩,২১২, ক্লাস ১১-১২ চাকরিহারাদের নিয়ে ১২,৫১৪, গ্রুপ সি ২,৯৮৯ এবং গ্রুপ ডি ৫,৪৮৮টি মোট শূন্যপদ।
এর পাশাপাশি বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রেও সুবিধা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অভিজ্ঞতার ভিত্তিতেও অ্যাডভান্টেজ দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি আদালতের নির্দেশে যাদের(গ্রুপ সি-গ্রুপ ডি) চাকরি সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে, তাদেরও রাজ্য সরকারের শিক্ষা দফতরে নিয়োগের সুযোগ দেওয়া হবে। সেই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, 'মানবিকতার স্বার্থে তারা নিশ্চই আবেদন করতে পারে, এছাড়াও আমরা আরও কয়েকটি অপশন দিয়ে দেব। আগামী ৩-৪ দিনের মধ্যেই সেই বিষয়ে আমরা নোটিফিকেশন দিয়ে দেব। আগে টিচারদেরটা হবে, যেহেতু ৩১ মে লাস্ট ডেট। আর গ্রুপ সি, গ্রুপ ডি-র যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে, আমরা রিভিউতে যাব। তাছাড়া সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে আপনারা পোস্ট তৈরি করে নিতে পারেন। সুতরাং আমরা পদ তৈরি করে নেব। আলোচনা চলছে।'
উল্লেখ্য, এর আগে, গত ১৫ মে একটি বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সেখানে জানানো হয়, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে কর্মীদের আদালতের নির্দেশে চাকরি গিয়েছে, তাঁরা যথাক্রমে মাসিক ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। রাজ্য প্রকল্পের নাম দিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ জানানো হয়েছে,চলতি বছরের এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হল।