Bengal New Shopping Mall: রাজ্যে প্রতি জেলায় ১টি করে শপিং মল, দিঘা নিয়েও বড় ঘোষণা মমতার

রাজ্যে শিল্পায়নে একগুচ্ছ পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২৩টি জেলায় ২৩টি শপিং মল বা বিগ মার্কেট তৈরি করা হবে বলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মমতা জানালেন, নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি করা হবে আন্তর্জাতিক মানের কালচারাল পার্ক। যার বাংলা নামকরণ হবে বিশ্বঅঙ্গন। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি শিল্পের জন্য চিহ্নিত করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
রাজ্যে প্রতি জেলায় ১টি করে শপিং মল, দিঘা নিয়েও বড় ঘোষণা মমতারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • রাজ্যে শিল্পায়নে একগুচ্ছ পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
  • ২৩টি জেলায় ২৩টি শপিং মল বা বিগ মার্কেট তৈরি করা হবে।
  • পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি শিল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।

রাজ্যে শিল্পায়নে একগুচ্ছ পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২৩টি জেলায় ২৩টি শপিং মল বা বিগ মার্কেট তৈরি করা হবে বলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মমতা জানালেন, নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি করা হবে আন্তর্জাতিক মানের কালচারাল পার্ক। যার বাংলা নামকরণ হবে বিশ্বঅঙ্গন।

নিউটাউনে কালচারাল পার্ক

মুখ্যমন্ত্রী বলেছেন, 'হিডকোর সঙ্গে পিপিপি মডেলে নিউটাউনে ২৫ একর জমিতে ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট কালচারাল পার্ক তৈরি করা হবে। আন্তর্জাতিক মানের পার্ক করা হবে। নিউটাউনে আন্তর্জাতিক মানের পার্কের বাংলা নাম হবে বিশ্ব অঙ্গন।'

নতুন শপিং মল

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, '২৩টি জেলায় ২৩টি শপিং মল বা বিগ মার্কেট করব। সরকার বিনামূল্যে এক একর জমি দেবে। বিল্ডিং করবে বেসরকারি সংস্থা। ২টি ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে।' মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন যে, বাংলায় আরও কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী বলেন, 'দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য...বাংলায় শিল্প হোক, এই নিয়ে চাহিদা রয়েছে। অনেকেই জমি চাইছেন।'

দিঘায় উন্নয়নে জোর

গত মাসেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। এবার রাজ্যের সৈকত শহরে কেনাকাটার চাহিদা বাড়াতে দিঘাতেও বড় বাজার তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এজন্য জমি খুঁজছে রাজ্য সরকার। অন্য দিকে, মমতা জানিয়েছেন যে, দিঘায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করা হবে। 

পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি শিল্পের জন্য চিহ্নিত করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  এই ১০টি প্লটে মোট জমির সংখ্যা ২ হাজার ৫১৫ একর। ওই এলাকাগুলিতে ২৫ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন মমতা। ৭০ হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। 

POST A COMMENT
Advertisement