Mamata Banerjee: শাহের দাবি, দুই তৃতীয়াংশ ভোট পাবে BJP, মমতা কী বললেন?

বাঁকুড়ার এক জনসভা থেকে হুঙ্কারের সুরে তিনি বলেন, 'ইউ মাস্ট রিজাইন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। এবার তো আর বলছেন না, আব কি বার, ২০০ পার।' আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবেই আপনাকে দেশ থেকে বার করে দেব।

Advertisement
শাহের দাবি, দুই তৃতীয়াংশ ভোট পাবে BJP,  মমতা কী বললেন?মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ।-ফাইল ছবি
হাইলাইটস
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গজয়ের স্বপ্নে এখনই আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি।
  • মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে সেই প্রত্যয়েরই ঝলক শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গজয়ের স্বপ্নে এখনই আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে সেই প্রত্যয়েরই ঝলক শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে। তাঁর দাবি, দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল সরকারকে হটিয়ে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি।

এই বক্তব্যের পাল্টা জবাব দিতে একেবারেই দেরি করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার এক জনসভা থেকে হুঙ্কারের সুরে তিনি বলেন, 'ইউ মাস্ট রিজাইন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। এবার তো আর বলছেন না, আব কি বার, ২০০ পার।' আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবেই আপনাকে দেশ থেকে বার করে দেব।

মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে গিয়ে সভা সেরে বিকেলের মধ্যেই তাঁর কলকাতায় ফেরার কথা। সেই সভা থেকেই শাহের নাম না করে কড়া বার্তা দেন মমতা, 'আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না।'

উল্লেখ্য, একই দিনে কলকাতার সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছিলেন, 'বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু রাজ্যের বিষয় নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন। এমন শক্ত সরকার দরকার, যারা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করবে।'

এই মন্তব্যের প্রেক্ষিতেই অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, 'শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?' এরপর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'পহেলগাঁও কী ঘটেছিল? তাহলে কি আপনারা করেছিলেন?'

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে শাসক-বিরোধীর তরজা যে আরও তীব্র হতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল এই দুই বক্তব্যেই।

 

POST A COMMENT
Advertisement