scorecardresearch
 

Mamata Niti Aayog Meeting: 'আমি একজন সিনিয়র পলিটিশিয়ান...বারবার বেল টিপছেন, বলছেন Stop It,' কলকাতা ফিরেই চড়া সুর মমতার

'বক্তব্যের মাঝে বারবার বেল টিপছিলেন রাজনাথ সিং, বলছিলেন Stop it!' কলকাতায় ফিরেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন মমতা। বেরিয়েই জানান, ৫ মিনিট বলার পরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একাংশ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই দাবি মিথ্যা বলে অভিহিত করেন। 

Advertisement
কলকাতা ফিরেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফিরেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • কলকাতায় ফিরেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন মমতা।
  • শনিবার বিকেলে কলকাতায় পৌঁছেই ফের বলতে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

'বক্তব্যের মাঝে বারবার বেল টিপছিলেন, বলছিলেন Stop it!' কলকাতায় ফিরেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন মমতা। বেরিয়েই জানান, ৫ মিনিট বলার পরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একাংশ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই দাবি মিথ্যা বলে অভিহিত করেন। 

এরপর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছেই ফের বলতে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মমতা বলেন, 'চন্দ্রবাবু নাইডু ২০ মিনিট, অসম, ছত্তিশগড়, গোয়া সব মুখ্য়মন্ত্রীদের ১৫-২০ মিনিট ধরে বলতে দেওয়া হল। আমার বেলায় ৫ মিনিট হতেই বন্ধ করে দিল।'

এদিন সাংবাদিকরা তাঁকে নির্মলা সীতারামনের পাল্টা দাবির কথা জানান। এর উত্তরে মমতা বলেন, 'আমি বলছিলাম, বারবার বেল টিপছিলেন। বলছিলেন স্টপ ইট। এটার মানে কী? আমি এতবারের ইলেকটেড মেম্বার, সিনিয়র পলিটিশিয়ান। আমাকে এভাবে বলতে না দেওয়া তো ইনসাল্টিং।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রাজনাথ সিং শুরুর আগে বলেছিলেন যে ৫-৭ মিনিট বলার সময় দেওয়া হবে। কিন্তু আমাকে ৭ মিনিটও দেওয়া হল না। ৫ মিনিট হতে না হতেই আমাকে থামিয়ে দেওয়া হল। ৬ মিনিটও বলার সুযোগ দেওয়া হয়নি।'

আরও পড়ুন

হতাশা প্রকাশ করে মমতা বলেন, আমি রাজ্যের তথা সমস্ত বিরোধীশাসিত রাজ্যগুলির হয়ে বলতে গিয়েছিলাম, যাতে আমাদের কথার একটা রেকর্ড থাকে। কিন্তু যদি ৫ মিনিটও বলতে না দেওয়া হয়, তাহলে গণতন্ত্র কোথায়?'

তিনি বলেন, 'এই কারণেই আমি মিটিং বয়কট করে বেরিয়ে এসেছি। বাংলার মানুষের সম্মান রক্ষা করতেই আমি বৈঠক ছেড়ে চলে আসি।' এরপর আগামিদিনে কোনও বৈঠকে যাওয়ার আগে ভাববেন বলে জানিয়েছেন মমতা।

Advertisement

Advertisement